Home আন্তর্জাতিক বিশ্বকাপে পাকিস্তানের কাছে লজ্জার হার ভারতের

বিশ্বকাপে পাকিস্তানের কাছে লজ্জার হার ভারতের

দুবাই: টি২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে লজ্জার হার ভারতের। রবিবাসরীয় ভারত-পাক ডুয়েল ঘিরে উত্তেজনা ছিল চরমে। কিন্তু দিনের শেষে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়ে শেষ হাসি হাসল পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান এই প্রথমবার ভারতকে হারাল।

এদিন দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পড়শি দেশ। ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে ভারত। শুরুতেই প্যাভিলিয়নে ফিরে যান রোহিত শর্মা(০), কে এল রাহুল (৩)। তাঁরা দুজনেই শাহীন আফ্রিদির শিকার হন। সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক বিরাট কোহলি(৫৭) ও ঋষভ পন্থ(৩৯)। বিরাটও আফ্রিদির শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরতেই ম্যাচের রাশ পাকিস্তানের হাতে চলে যায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে পাকিস্তানকে ১৫১ রানের টার্গেট দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম(৬৮) ও মহম্মদ রিজওয়ান(৭৯) অপরাজিত থেকে ১৭.৫ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেন। দশ উইকেটে ম্যাচ হারে ভারত। তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা শাহীন আফ্রিদি।-বিজনেসটুডে২৪ ডেস্ক