দীর্ঘসময় স্কুল বন্ধ থাকায় ৬১ কোটির বেশি পড়ুয়া চরম ক্ষতির মুখে। হিসেব করে দেখা গেছে, ১০ শতাংশের বেশি লিখতে-পড়তেই ভুলে গেছে। দারিদ্র্য সমাজে এর প্রভাব পড়েছে বেশি। ৩০ থেকে ৪০ শতাংশ শিশু আর স্কুলমুখো হতেই চাইছে না। পড়াশোনাতেও আগ্রহ হারাচ্ছে বাচ্চারা।
বিজনেসটুডে২৪ ডেস্ক
বিশ্বজুড়ে করোনা মহামারী পঙ্গু করেছে শিক্ষাব্যবস্থাকে। মাসের পর মাস স্কুল বন্ধ থাকায় ক্ষতির মুখে ৬১ কোটি ৬০ লাখ পড়ুয়া, বাড়ছে স্কুলছুটদের সংখ্যাও।
এমনই ভয়ঙ্কর তথ্য দিয়েছে ইউনিসেফ। প্রায় দু’বছর ধরে একপ্রকার বন্ধই রয়েছে স্কুল-কলেজ। মাঝে কিছুদিনের জন্য খুললেও করোনার প্রকোপ বাড়ায় ফের বন্ধ । গোটা বিশ্বেই করোনার কারণে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শিকেয় উঠেছে।
অনলাইন ক্লাসে অভ্যস্ত হচ্ছে শিশুরা। শিক্ষাব্যবস্থাও হয়ে উঠছে অ্যাপ নির্ভর। হারিয়ে যাচ্ছে স্কুলের জীবন। বাচ্চাদের মানসিক স্বাস্থ্য কী পরিমাণ ক্ষতি হচ্ছে তা বলে বোঝানোর নয়, এমনটাই মনে করছেন শিক্ষাবিদরা। ইউনিসেফ জানাচ্ছে, অবিলম্বে সমস্ত বিধি মেনে স্কুল খোলা উচিত। তা না হলে গোটা শিক্ষাব্যবস্থাই প্রতিবন্ধকতার শিকার হবে।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘসময় স্কুল বন্ধ থাকায় ৬১ কোটির বেশি পড়ুয়া চরম ক্ষতির মুখে। হিসেব করে দেখা গেছে, ১০ শতাংশের বেশি লিখতে-পড়তেই ভুলে গেছে। দারিদ্র্য সমাজে এর প্রভাব পড়েছে বেশি। ৩০ থেকে ৪০ শতাংশ শিশু আর স্কুলমুখো হতেই চাইছে না। পড়াশোনাতেও আগ্রহ হারাচ্ছে বাচ্চারা। চার দেওয়ালে বন্দি ছোট-ছোট মনগুলো তাই খারাপ থাকছে বেশির ভাগ সময়ই।
ইউনিসেফের শিক্ষা বিষয়ক প্রধান রবার্ট জেনকিন্স বলেছেন, “শিশুদের পড়াশোনায় অপূরণীয় ক্ষতি হয়েছে। তবে পড়াশোনার ক্ষেত্রে প্রতিবন্ধকতার অবসান ঘটাতে হবে এবং শুধু স্কুল পুনরায় খুলে দেওয়াই এক্ষেত্রে যথেষ্ট নয়। পড়াশোনার ক্ষতি কাটিয়ে উঠতে শিক্ষার্থীদের সাহায্য করতে হবে শিক্ষকদেরই। পাশাপাশি, বাচ্চাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, পুষ্টি, বিকাশ সবদিকেই লক্ষ্য রাখতে হবে। যে ফাঁক তৈরি হয়েছে দীর্ঘসময়ের তা ভরাট করতে নতুন কর্মসূচী নিয়ে এগোতে হবে। ”
শিক্ষাবিদদের বক্তব্য, একা একা নয়, একসঙ্গে বেড়ে ওঠে শিশুরা। আপাতত আগামী কয়েক বছর হয়তো কোভিড নিয়েই চলতে হবে আমাদের। দ্রুত কোভিড বিধিকে রপ্ত করে স্বাভাবিক জীবনে ফিরতে হবে। আমজনতার অসাবধানতা এবং ভাইরাসের চরিত্র বদলে যাওয়ায় ঢেউ এর পর ঢেউ তো আসতেই পারে, কিন্তু তাই বলে শিশুদের শৈশব নষ্ট হতে দেওয়া যাবে না কিছুতেই।