Home Uncategorized বিশ্বের বৃহত্তম কন্টেইনার জাহাজের যাত্রা শুরু

বিশ্বের বৃহত্তম কন্টেইনার জাহাজের যাত্রা শুরু

বিজনেসটুডে২৪ ডেস্ক
বিশ্বের বৃহত্তম কন্টেইনার জাহাজটির নাম এমএসসি টেসা। আর এটার মালিকানাও বিশ্বের বৃহত্তম কন্টেইনার লাইন- মেডিটেরিয়ান শিপিং কোম্পানির। নির্মাতা প্রতিষ্ঠান সাংহাইয়ের হুডং জংহুয়া শিপবিল্ডিং গ্রুপ অতি সম্প্রতি জাহাজটি ডেলিভারি দিয়েছে।
এমএসসি টেসা কন্টেইনার পরিবহন ক্ষমতা ২৪,১১৬ টিইইউস। ঐ শিপিং কোম্পানি একই ক্ষমতার ৪ টি জাহাজ তৈরি করছে। এর প্রথমটি হল এমএসসি টেসা।
হুডং জংহুয়া শিপবিল্ডিং গ্রুপ-এর তথ্য অনুসারে এটাই বিশ্বের বৃহত্তম বক্স জাহাজ। ৩৯৯.৯৯ মিটার দৈর্ঘ । অপর ৩ জাহাজের মধ্যে আরও একটি তৈরি শেষ এবং সমুদ্রযাত্রার জন্য প্রস্তুত। অন্য দুটি জাহাজ এখন নির্মিয়মান। আগস্টের মধ্যে সবকটি জাহাজ ডেলিভারি সম্পন্ন হবে।