বিজনেসটুডে২৪ ডেস্ক
আফগানিস্তানে কাবুলের সেনা হাসপাতালে মঙ্গলবার জোড়া বিস্ফোরণে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এখনও পর্যন্ত। আহত হয়েছেন ৫০ জনের বেশি।
হঠাৎই সেনা হাসপাতালের বাইরে গেটের সামনে জোরালো বিস্ফোরণ হয়। পর পর দুটি বিস্ফোরণে কেঁপে ওঠে হাসপাতাল চত্বর। তারপর হাসপাতালের ভিতর থেকে গুলির শব্দও আসে। তালিবানের তরফে জানানো হয়েছে ঘটনাস্থল থেকে ১৯টি মৃতদেহ এবং ৫০ জন আহত ব্যক্তিকে কাবুল হাসপাতালে পাঠানো হয়েছে।
১৫ আগস্ট ক্ষমতায় আসার পর তালিবান সরকার আফগানিস্তানে শান্তি স্থাপনের চেষ্টায় আছে। কিন্তু আফগান মুলুকে শান্তি স্থাপন এখনও করা যায়নি। মাঝেমধ্যেই বিস্ফোরণ, গোলাগুলি আর মৃত্যুর খবর আসতে থাকে আফগানিস্তান থেকে।
তবে মঙ্গলবার কাবুলের সেনা হাসপাতালের এই বিস্ফোরণে এখনও পর্যন্ত দায় স্বীকার করেনি কোনও দল। এই হাসপাতালে শেষবার আক্রমণ হয়েছিল ২০১৭ সালে। তালিবান এবং আফগানিস্তানের প্রাক্তন সেনা আধিকারিকদের চিকিৎসা হয় এখানে।