বিয়ে। এক, দু’জনের নয়। একই দিনে ভারতের রাজস্থানে প্রায় ৫০ হাজার তরুণ তরুণীর বিয়ে! তারই জেরে পিছিয়ে গেল রাজস্থানে বিধানসভা ভোটের দিন!
এ বিষয়ে বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, ২৩ নভেম্বরের পরিবর্তে পশ্চিম ভারতের এই রাজ্যে ভোট হবে ২৫ নভেম্বর। তবে ভোটের গণনার দিন অপরিবর্তিতই থাকছে। গণনা হবে ৩ ডিসেম্বর।
কমিশন সূত্রের খবর, ২৩ ডিসেম্বর রাজ্যের ভোট ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের তরফে জাতীয় নির্বাচন কমিশনের কাছে ভোটের দিন পিছিয়ে দেওয়ার আবেদ জানানো হয়েছিল। রাজনৈতিক সংগঠনগুলির পাশাপাশি বেশ কয়েকটি সামাজিক সংগঠনও এ বিষয়ে কমিশনকে চিঠি পাঠায়। তাঁদের সকলেরই বক্তব্যের নির্যাস এরকম, বিয়ের মরসুমে ভোট হচ্ছে। ২৩ নভেম্বর বিশেষ একটি বিয়ের দিন। সব মিলিয়ে সারা রাজ্যে ওই দিন প্রায় ৫০ হাজার বিয়ে হওয়ার কথা। এমন দিনে ভোট হলে বহু মানুষই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না। তাই দিনটি পরিবর্তন করার দাবি জানানো হয়।
সূত্রের খবর, সবদিক খতিয়ে দেখে ভোটের দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় নির্বাচন কমিশন। বুধবার বিজ্ঞপ্তি আকারে তা প্রকাশ হতেই রাজস্থানের রাজনৈতিক দল থেকে সামাজিক সংগঠনগুলির তরফে কমিশনকে ধন্যবাদ জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলির তরফে বলা হয়েছে, কমিশন সিদ্ধান্ত পরিবর্তন না করলে সত্যি বড় সমস্যায় পড়তে হত।
নভেম্বরেই ভোট হতে চলেছে পাঁচ রাজ্যে। রাজস্থানের পাশাপাশি ভোট হবে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, মিজোরাম, তেলঙ্গানাতে। ৭ এবং ১৭ নভেম্বর দু’দফায় ভোট হবে ছত্তীসগড়ে। একইভাবে ১৭ নভেম্বর মধ্য প্রদেশে, ৩০ নভেম্বর তেলঙ্গানায় এবং ৭ নভেম্বর মিজোরামে ভোট হবে। পাঁচ রাজ্যের ভোটের গণনা অবশ্য একই দিনে, ৩ ডিসেম্বর।