Home কক্সবাজার বিয়ের ১০ দিন পর না ফেরার দেশে ফাহমিদা

বিয়ের ১০ দিন পর না ফেরার দেশে ফাহমিদা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কক্সবাজার: না ফেরার দেশে চলে গেছেন ফাহমিদা কামাল। বিয়ের পর স্বামীকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন সার্থক হলো না তার। সোমবার সকাল সাড়ে ৭টায় মরণব্যাধি ক্যান্সারের কাছে হার মেনে মারা যান ফাহমিদা। এ সময় তিনি চট্টগ্রাম মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন।

বিয়ের ঠিক ১০ দিন পর সোমবার সকাল সাড়ে ৭টায় স্বামী মাহমুদুল হাসান ও অন্যান্য আত্মীয়-স্বজনকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফাহমিদা।

ফাহমিদা চট্টগ্রামের চর চাক্তাই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দীনের মেয়ে। মাহমুদুল হাসান কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউপির সাবেক চেয়ারম্যান আজিজুল হকের ছেলে। মাহমুদুল হাসান বাকরুদ্ধ। ফাহমিদা মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ও মুমূর্ষ জেনেও মাহমুদুল হাসান বিয়ে করেন তাকে। মূলত, দীর্ঘ দিন ধরে ফাহমিদাকে তিনি ভালোবাসতেন। ফাহমিদাও তাকে ভালোবাসতেন। অবশেষে বিয়ের মাধ্যমে এ প্রেমের সম্পর্ককে একটি যৌক্তিক পরিণতি দেন তারা। জীবনের শেষ সময়ে স্ত্রী ফাহমিদার জীবন রক্ষার্থে আপ্রাণ চেষ্টা করেছেন স্বামী মাহমুদুল হাসান। তাকে সব সময় দেখা গেছে স্ত্রীর সেবা-শুশ্রুষা করতে। বিয়ের পর তিনি মূলত ওই হাসপাতালেই অবস্থান করছিলেন।

ফাহমিদার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় আত্মীয়-স্বজনরা ভিড় করেন ফাহমিদাকে এক নজর দেখতে। এদিকে ফাহমিদাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন ফাহমিদার স্বামী মাহমুদুল হাসান। গত ৯ মার্চ ওই হাসপাতালেই বিয়ে হয় দু’প্রেমিক যুগলের।

পড়াশোনার সময়ই হাসান ও ফাহমিদার পরিচয় হয়। এরপর তারা ক্রমশ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। হাজারো বাধার মধ্যেও তাদের সম্পর্ক অটুট থাকে। তারা ঠিক করেছিলেন যে তারা বিয়ে করবেন। কিন্তু, তাদের দু’জনেরই ভাগ্য খারাপ। কারণ, ওই সময়ই ফাহমিদার দেহে মরণব্যাধী ক্যান্সার ধরা পড়ে। পরে যথারীতি চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হন ফাহমিদা। এ সময় ফাহমিদার স্বজনরা বুঝতে পারেন যে তিনি আর বাঁচবেন না। এ সময় ভেঙে পড়েন হাসান।