বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বুধবার ( ১৪ এপ্রিল ) থেকে শুরু হতে যাওয়া দেশব্যাপী কঠোর লকডাউনের সময়ে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ রাখা হতে পারে।
গত বছর মার্চে দেশ করোনা সংক্রমণ শুরু হলে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল।
বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ ( বেবিচক ) সূত্রে জানা যায়, আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ রাখার বিষয়টি সরকারের লকডাউন সংক্রান্ত নির্দেশনার ওপর নির্ভর করছে। কঠোর লকডাউনে গাড়ি চলাচল বন্ধ থাকলে যাত্রীদের নির্দিষ্ট সময়ে বিমান বন্দরে পৌঁছা সমস্যার হবে।
চলমান ৭ দিনের লকডাউনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধে রয়েছে।