Home Third Lead বুুকের ওপর দিয়ে গেল কাভার্ড ভ্যান

বুুকের ওপর দিয়ে গেল কাভার্ড ভ্যান

মীরসরাই ( চট্টগ্রাম ) থেকে সংবাদদাতা: উপজেলার বামনসুন্দর এলাকার আলমগীর হোসেন ( ৩৫) মোটর সাইকেল চালান অনেকদিন। পথে অনেকবার নানা দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। রক্ষা পেয়েছেন। কিন্তু বাঁচতে পারলেন না শনিবার রাত সাড়ে ৮টার দুর্ঘটনা থেকে। কাভার্ড ভ্যানের চাকা তার বুক পিষে দিয়েছে।

আলমগীর হোসেন জ্বালানির ডিলার। মীরসরাই উপজেলার ৭নং কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটায় মীরসরাই উপজেলা সদরে কোর্ট রোডের মাথায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেইনে মালবোঝাই কাভার্ড ভ্যানে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। স্থানীয়দের সহযোগীতায় কাভার্ড ভ্যান ও সেটির চালককে আটক করেছে পুলিশ।

মীরসরাই থানার উপ-পরিদর্শক রাজীব পোদ্দার জানান, বুকের উপর দিয়ে গাড়ির চাকা যাওয়ায় ঘটনাস্থলে আলমগীর হোসেনের মৃত্যু হয়েছে।  ঘাতক কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে ঘটনার পরপরই। এ ব্যাপারে মামলা হয়েছে।