বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা:বেক্সিমকো গ্রিন সুকুক আল ইস্তিসনার লেনদেন শুরু হচ্ছে কাল বৃহস্পতিবার। এটা বেসরকারি খাতে দেশের প্রথম সুকুক বন্ড। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে একযোগে সম্পদভিত্তিক বন্ডটির লেনদেন হবে।
সুকুক বন্ডটির লেনদেন চালু উপলক্ষে ডিএসইতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান।
ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসির চেয়ারম্যান ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
গত ২২ ডিসেম্বর সুকুকের জন্য ৩ হাজার কোটি টাকার সংগ্রহ শেষ করেছে এর উদ্যোক্তা প্রতিষ্ঠান বেক্সিমকো লিমিটেড। বন্ডটির মোট আকারের ৭৪ শতাংশ কিনেছে দেশের ২০টি বাণিজ্যিক ব্যাংক। ২৩ ডিসেম্বর বন্ডটির ইউনিট বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
সুদবিহীন সুকুক বন্ড ছেড়ে ৩ হাজার কোটি টাকার বেশিরভাগ অংশই দুটি সৌরচালিত বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ করবে বেক্সিমকো লিমিটেড।