Home সারাদেশ বেনাপোল বন্দরে অর্থাভাবে বন্ধ স্ক্যানার

বেনাপোল বন্দরে অর্থাভাবে বন্ধ স্ক্যানার

বাড়ছে চোরাচালান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

যশোর: বেনাপোল স্থলবন্দরে দুই বছর ধরে ব্যবহার হচ্ছে না বাইপাস সড়কের মোবাইল স্ক্যানার মেশিনটি। কাস্টমস ও ঠিকাদারি প্রতিষ্ঠান সমঝোতায় না আসায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বন্দর ব্যবহারকারীরা বলছেন, অত্যাধুনিক এ স্ক্যানার মেশিন বন্ধ থাকায় বাড়ছে চোরাচালান। আর কাস্টমস কর্র্তৃপক্ষ বলছে, স্ক্যানিং মেশিন পরিচালনার জন্য অর্থের প্রয়োজন। বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) জানানো হয়েছে।

জানা গেছে, বাণিজ্যিক সম্পর্ক জোরদারে প্রায় তিন বছর আগে চারটি স্ক্যানার বাংলাদেশকে অনুদান হিসেবে দেয় চীন সরকার। ২০১৮ সালে বেনাপোল স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাকের প্রবেশদ্বারে ওই চারটি মেশিনের একটি বসানো হয়। অত্যাধুনিক এ মেশিনটি পণ্যবাহী ট্রাকে আসা রাসায়নিক, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অবৈধ পণ্য শনাক্ত করতে সক্ষম।

স্ক্যানার মেশিনটি সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ফাইবার অ্যাসোসিয়েটসের পক্ষে প্রকৌশলী শপু বড়ুয়া বলেন, কাস্টমস কর্র্তৃপক্ষ চুক্তিতে না আসায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে স্ক্যানিং কার্যক্রম দুই বছর ধরে বন্ধ রাখা হয়েছে। চুক্তি হলে আবার তারা কাজ শুরু করবেন।

বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার ড. মো. নেয়ামুল ইসলাম বলেন, স্ক্যানার পরিচালনার জন্য এখনো সরকারের বাজেট পাওয়া যায়নি। এনবিআর থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন করে চুক্তি হবে।