Home সারাদেশ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু

বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

বেনাপোলঃ একদিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে এ পথে আমদানি-রপ্তানি পণ্য নিয়ে ট্রাকচালকরা দুই দেশের মধ্যে যাতায়াত শুরু করে।

এর আগে রবিবার ভাষা দিবস উপলক্ষে সরকারি ছুটিতে এ পথে বন্ধ ছিল বাণিজ্যিক কার্যক্রম।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, সকাল থেকে পুনরায় এ পথে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের স্থলপথে যে পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হয়, যোগাযোগব্যবস্থা সহজ হওয়ায় তার ৭০ শতাংশ শুধু হয়ে থাকে বেনাপোল বন্দর দিয়ে। প্রতিদিন প্রায় ৪০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও দেড়শ’ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে। আমদানি পণ্য থেকে প্রতিবছর সরকারের প্রায় ৫ হাজার টাকা রাজস্ব আদায় হয়।