Home সারাদেশ করোনা সনদ না থাকায় বেনাপোল থেকে হোম কোয়ারেন্টাইনে

করোনা সনদ না থাকায় বেনাপোল থেকে হোম কোয়ারেন্টাইনে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

বেনাপোল: ভারত থেকে ফেরার সময় করোনা নেগেটিভ সার্টিফিকেট না থাকায় শুক্রবার বেনাপোল  ইমিগ্রেশনে আটকা পড়া যাত্রীদের  হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইমিগ্রেশন) মহসিন আলী বিজনেসটুডে২৪ কে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার পর্যন্ত বেনাপোল চেকপোস্ট দিয়ে সব যাত্রী সার্টিফিকেট ছাড়া দেশে প্রবেশ করতে পারলেও শুক্রবার থেকে আর পারছেন না।

বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে ২৩ নভেম্বর নির্দেশনা দেয়া হয়, বিদেশফেরত সব যাত্রীকে সাত দিনের মধ্যে নেয়া করোনা নেগেটিভ সার্টিফিকেটসহ দেশে ঢুকতে হবে। এর পর থেকে কঠোর হয় বেনাপোল চেকপোস্ট পুলিশ ও মেডিকেল টিমের সদস্যরা।

যাত্রীরা সরকারের এমন নির্দেশনা জানতে না পারার কথা বললেও সরকারি নির্দেশনার বাইরে কিছুই করার নেই বলে সাফ জানিয়েছেন বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে কর্মরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিচিত্র মল্লিক।

ইমিগ্রেশন ওসি মহসিন আলী জানান, শুক্রবার করোনা নেগেটিভ সার্টিফিকেট ছিল না এমন যাত্রীর সংখ্যা ২০ থেকে ২৫ জনের মত ছিল। ইমিগ্রেশন চেকপোস্টে কর্মরত স্বাস্থ্য কর্মকর্তা তাদেরকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছেন। তবে আজকের (শনিবার) দিন পর্যন্ত অনেক সচেতনতা লক্ষ্য করা গেছে। ৪/৫ জন ছাড়া অন্যান্যদের কাছে সার্টিফিকেট পাওয়া গেছে।