Home আন্তর্জাতিক বোমাতঙ্কে পিছিয়ে গেল মেসির স্পেন যাত্রা

বোমাতঙ্কে পিছিয়ে গেল মেসির স্পেন যাত্রা

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

কোপা আমেরিকা জয় শেষে বিভ্রাটের মধ্যে পড়তে হল লিওনেল মেসিকে। ব্রাজিল থেকে আর্জেন্টিনায় পৌঁছে গিয়েছিলেন আগেই, তারপর নিজের দেশ থেকে স্পেনে ফিরছিলেন পরিবারকে নিয়ে ছুটি কাটানোর জন্য। কিন্তু ফেরার সময়ই রোজারিও বিমানবন্দরে ঘটে বড়সড় বিপত্তি।

জীবনের প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতেছেন। এই জয়ের পর পরিবারের সঙ্গে ছুটি কাটানোর জন্য স্পেনে যাচ্ছিলেন মেসি। কিন্তু বোমাতঙ্কে তাঁর সেই যাত্রা পিছিয়ে গিয়েছে। আর্জেন্টিনার রোজারিও বিমানবন্দরের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ‘টিসি স্পোর্টস’সহ বেশ কয়েকটি মিডিয়া এই নিয়ে ফলাও করে খবর ছেপেছে।মেসি বিমান ধরার কয়েক ঘণ্টা আগে এক ব্যক্তি দাবি করেন, বিমানবন্দরে রাখা একটি স্যুটকেসে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গে বিমানবন্দর খালি করে দেওয়া হয়। বাতিল করে দেওয়া হয় একাধিক বিমান।

এক ঘণ্টার মধ্যে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। তবে ঝুঁকি এড়াতে ছুটি আপাতত বাতিল করেছেন মেসি। যদিও বিমানবন্দরে আদৌ বোমা ছিল নাকি কেবলই গুজব, সেই সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে এই ঘটনায় তিনি যে আতঙ্কে ছিলেন, সেটি প্রমাণিত মেসির ছুটির পরিকল্পনা বাতিল করে দেওয়ায়।

রোজারিও বিমানবন্দরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ‘‘সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ বোমাতঙ্কের কারণে বিমানবন্দরে জরুরি অবস্থা চালু করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে খালি করে দেওয়া হয় বিমানবন্দর।’’