বিজনেসটুডে২৪ ডেস্ক
বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ১৭ হাজার কর্মী ছাঁটাই করবে । যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটির পণ্যের মান নিয়ে উদ্বেগ এবং কর্মীদের ধর্মঘটের মধ্যেই এ ঘোষণা দিল বোয়িং। সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা কেলি অর্টবার্গ জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে মোট কর্মশক্তির ১০ শতাংশ কমিয়ে দেয়া হবে। ব্যবসা পুনরুদ্ধারের জন্যই আমাদের কঠিন পদক্ষেপ নিতে হবে। কর্মীদের এক ইমেইলে অর্টবার্গ বলেন, কোম্পানির এমন সিদ্ধান্তে প্রকৃতপক্ষে ম্যানেজার ও নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ কর্মচারী সবারই চাকরি ঝুঁকির মধ্যে রয়েছে। ছাঁটাইয়ের ঘোষণার পাশাপাশি ৭৭৭এক্স বিমানের উৎপাদনও বিলম্ব হবে বলে জানিয়েছেন অর্টবার্গ। মূলত বেতন বৃদ্ধির দাবিতে কর্মীদের চলমান ধর্মঘটে কয়েক সপ্তাহ ধরে উৎপাদন-কাজ বন্ধ হয়ে রয়েছে।
এদিকে বেতন বাড়ানোর দাবিতে গত ১৩ সেপ্টেম্বর থেকে বোয়িংয়ের ৩৩ হাজার কর্মী ধর্মঘটে আছেন। এই ধর্মঘটের কারণে অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি খাতেও বেশ ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন অর্টবার্গ। তিনি বলেন, গ্রাহকদের আমরা জানিয়ে দিয়েছি, ৭৭৭এক্স বিমানের প্রথম ডেলিভারি ২০২৬ সালে দেয়া হবে।