বোয়ালমারী (ফরিদপুর): বোয়ালমারী পৌর শহর নিরাপত্তার আওতায় আনতে পৌর মেয়র সেলিম রেজা লিপনের উদ্যোগে ৩২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক ছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আবাসিক ভবন এ সব ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আসবে। শহরের ওয়াপদা রাস্তার মোড় থেকে, চৌরাস্তার মোড় থেকে, উপজেলা পরিষদ, বিলাসি কমপ্লেক্স, সোনালী ব্যাংকের মোড়, জামে মসজিদ সড়ক, রাজপ্লাজা মোড়, তালতলা নতুন ব্রিজ, চাটাইপোট্টি, ডাকবাংলো মোড় হয়ে কৃষি ব্যাংকের মোড়, জর্জ একাডেমি পর্যন্ত প্রথম ধাপে মোট ৩২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে রেল স্টেশন, হাসপাতাল সড়ক, পুরোনো বাসস্টান্ড থেকে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ পর্যন্ত এ সুবিধার আওতায় আনা হবে।
এ বিষয়ে পৌর মেয়র সেলিম রেজা লিপন বলেন, নাগরিকদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে কঠোর পুলিশি নজরদারির জন্য ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হলো। শহরের ব্যাণিজিক এলাকা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক এলাকা এমনকি শহরের প্রবেশের প্রত্যেকটি সড়কে স্থাপন করা হবে সিসি ক্যামেরা। আর এর মাধ্যমে সুরক্ষিত হবে নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা।
তিনি আরও বলেন, শহর জুড়ে শতাধিক সিসি ক্যামেরা বসানো হবে, যার মনিটরিং করবে বোয়ালমারী থানা পুলিশ। এতে শহরের অপরাধ প্রবণতা তুলনামূলকভাবে কমবে।
প্রথম ধাপের ক্যামেরা স্থাপনের সময় পৌর মেয়র সেলিম রেজা লিপন সরেজমিনে তদারকি করেন। এসময় উপস্থিত ছিল প্যানেল মেয়র মো. মোমিন খান, কাউন্সিলার মিনাজুর রহমান লিপন, কাউন্সিলার বিপ্লব আহমেদ, কাউন্সিলার আব্দুর সামাদ খান, কাউন্সিলার শেখ জমির আলীসহ পৌর কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সিসি ক্যামেরায় স্থাপনের কারিগরি সহায়তা দিচ্ছে স্মার্ট সিকিউরিটি বোয়ালমারী।