বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: ফটিকছড়িতে ভুজপুর থানার বাগানবাজার ইউনিয়নে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই ব্যবসায়ীকে অবৈধভাবে তেল মজুত করার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার সকালে সেখানে ব্যবসায়ী আক্তার হোসেনের বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আলমগীর।
তিনি বলেন, ওই গ্রামের আক্তার হোসেন নামে এক অসাধু খুচরা ব্যবসায়ী ২ হাজার ৩২৮ লিটার অত্যাবশ্যকীয় নিত্যপণ্য সয়াবিন তেল মজুত রেখেছেন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে এবং মজুতকৃত তেল ২৪ ঘণ্টার মধ্যে খোলা বাজারে বিক্রি করার নির্দেশ দেয়।