Home Second Lead ভয়ংকর বিমান দুর্ঘটনা আমেরিকায়, কেউ বেঁচে নেই

ভয়ংকর বিমান দুর্ঘটনা আমেরিকায়, কেউ বেঁচে নেই

বিজনেসটুডে২৪ ডেস্ক
 ভয়ংকর বিমান দুর্ঘটনা আমেরিকার (United States) নিউ হ্যাম্পশায়ারে। বিমানের একজন যাত্রীও আর বেঁচে নেই বলে জানা গিয়েছে। পুরো বিমান দুর্ঘটনাটি একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ্যে এসেছে যথারীতি এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে।
সূত্রের খবর, বিমানবন্দর থেকে যাত্রীবাহী বিমান ওড়ার পর বেশিদূর যেতে পারেনি বিমানবন্দরের কাছেই একটি বাড়ির উপর যাত্রীসহ বিমান ভেঙে পড়ল। বিমান ভেঙে পড়ার কারণে হয় প্রচন্ড জোরে বিস্ফোরণ। এবং তারপরেই বিমান সহ আশেপাশের বাড়িতে ব্যাপকভাবে আগুন লেগে যায়। গোটা এলাকা মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। স্থানীয় প্রশাসন ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে। কোনমতে অগ্নিগ্রাসে জ্বলতে থাকা বাড়িগুলি থেকে বাসিন্দাদের বের করে আনা হয়েছে।
তবে জানা যাচ্ছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানের একজন যাত্রীও আর বেঁচে নেই। অবশ্য দুর্ঘটনাগ্রস্ত বিমানে কতজন যাত্রী ছিলেন তা এখনো পর্যন্ত জানা যায়নি। আমেরিকা বিমান মন্ত্রক ফেডারাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যে সাতটা নাগাদ কিন ডিলান-হপকিন্স বিমানবন্দরের উত্তরে আছড়ে পড়েছে বিচক্রাফট সিয়েরা বিমানটি যাত্রীসহ। বিমানটি ওড়ার পরেই কেন তা এভাবে ভেঙে পড়ল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।