Home অন্যান্য ভারত-বাংলাদেশ সরাসরি কন্টেইনার ট্রেন চালু

ভারত-বাংলাদেশ সরাসরি কন্টেইনার ট্রেন চালু

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

বেনাপোল: ভারত-বাংলাদেশ সরাসরি কন্টেইনার ট্রেন সার্ভিস চালু হয়েছে।

বেনাপোল-পেট্রাপোল রেলসংযোগ ব্যবহার করে ৫০টি কন্টেইনার নিয়ে ভারতীয় মালবাহী ট্রেন রবিবার বেনাপোলে পৌঁছেছে।

ট্রেনটি কলকাতার মাঝেরহাটের কন্টেইনার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের (কনকোর) টার্মিনাল থেকে সরাসরি এসেছে বেনাপোলে। পণ্যবাহী ট্রেনটি বেনাপোল রেলওয়ে ও কাস্টমস কর্মকর্তারা গ্রহণ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরাসরি কন্টেইনার ট্রেন সার্ভিস চালুর ফলে দু’ দেশের মধ্যে বাণিজ্য অর্থাৎ আমদানি-রপ্তানি  বৃদ্ধি পাবে। নতুন সার্ভিসের মধ্যে দিয়ে রেলপথে দ্বিপক্ষীয় বাণিজ্যের এক বিশাল সুযোগ উন্মুক্ত হয়েছে।

২০১৮-এর ৩ এপ্রিল প্রথম পরীক্ষামূলক একটি মালবাহী ট্রেন কলকাতা থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশন (বিবিডব্লিউ) প্রান্ত পর্যন্ত এসেছিল।

২০১৭ সালের এপ্রিলে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল কন্টেইনার ট্রেন সার্ভিস চালুর ব্যাপারে কন্টেইনার কর্পোরেশন অব ইন্ডিয়া এবং বাংলাদেশ কন্টেইনার কোম্পানি লিমিটেডের মধ্যে।