দিল্লি: ভারতে করোনা পরিস্থিতি কেমন হতে পারে, তা খতিয়ে দেখার জন্য কমিটি বানিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই কমিটির এক বিশেষজ্ঞ সোমবার জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে ১৩০ কোটি মানুষের অন্তত অর্ধেক আক্রান্ত হবেন করোনায়। এরপর করোনাভাইরাসে সংক্রমণের গতি কমবে। এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৫ লক্ষ ৫০ হাজার। সংক্রামিতের সংখ্যার নিরিখে ভারতের ওপরে আছে একমাত্র আমেরিকা।
করোনা সংক্রমণ শীর্ষে পৌছেছিল সেপ্টেম্বরের মাঝামাঝি। তারপরে দৈনিক সংক্রমণের হার কমতে শুরু করেছে। কানপুর আইআইটি-র প্রফেসর তথা সরকারি কমিটির অন্যতম সদস্য মণীন্দ্র আগরওয়াল বলেন, “আমাদের গাণিতিক মডেলের হিসাবমতো দেশের প্রায় ৩০ শতাংশ মানুষ এখনই করোনায় আক্রান্ত হয়েছেন। ফেব্রুয়ারি মাসের মধ্যে ৫০ শতাংশ মানুষ আক্রান্ত হবেন।”
গত সেপ্টেম্বর সেরোলজিক্যাল সার্ভেতে দেখা যায়, ভারতের জনসংখ্যার ১৪ শতাংশ করানায় আক্রান্ত হয়েছেন। কিন্তু কমিটির হিসাবে সংক্রামিতের হার আরও অনেক বেশি দেখানো হয়েছে। মণীন্দ্র আগরওয়ালের মতে, সেরোলজিক্যাল সার্ভের স্যাম্পলিং সম্ভবত যথাযথ ছিল না। কিন্তু সরকারি কমিটি নির্ভর করেছে গাণিতিক মডেলের ওপরে। কমিটিতে আছেন কয়েকজন ভাইরোলজিস্ট, বিজ্ঞানী ও অন্যান্য বিশেষজ্ঞ।
কমিটি সতর্ক করে বলেছে, ঠিকমতো সতর্কতা না নিলে তাদের হিসাব নাও মিলতে পারে। মাস্ক পরা বা সামাজিক দূরত্ব রাখার বিধি যদি না মেনে চলা হয়, তাহলে এক মাসে ২৬ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন।
-বিজনেসটুডে২৪ ডেস্ক