বিজনেসটুডে২৪ ডেস্ক
ভারতের অর্থনীতিতে সবথেকে খারাপ সময় আসা এখনও বাকি, এমনটাই জানাচ্ছে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড বা আইএমএফ।
রিজার্ভ ব্যাঙ্ক বা বিশ্ব ব্যাঙ্কের পূর্বাভাস অনুযায়ী ভারতের অর্থনীতি যতটা ধাক্কা খাবে বলে মনে হচ্ছিল তার থেকেও খারাপ অবস্থার ইঙ্গিত দিচ্ছে আইএমএফ। এই সংস্থা জানিয়েছে, চলতি আর্থিক বছরে ভারতে জিডিপি কমতে পারে ১০.৩ শতাংশ।
বিশ্ব ব্যাঙ্কের পূর্বাভাস ছিল চলতি আর্থিক বছরে দেশের জিডিপি কমতে পারে ৯.৬ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছিল, ৯.৫ শতাংশ সঙ্কোচন হতে পারে দেশের জিডিপিতে। এমনকি মঙ্গলবার কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা কে ভি সুব্রহ্মণ্যন জানান, ভারতের জিডিপি সংকোচনে তাঁদেরও আন্দাজ রিজার্ভ ব্যাঙ্কের মতোই। কিন্তু আইএমএফ অন্য কথা বলছে। তারা জানাচ্ছে চলতি আর্থিক বছরে তা ১০.৩ শতাংশ কমতে পারে।
চলতি বছর জুন মাসে আইএমএফ বলেছিল, চলতি আর্থিক বছরে ভারতের জিডিপি ৪.৫ শতাংশ কমতে পারে। কিন্তু তারপরেও ভারতের জিডিপি অনেকটাই সংকুচিত হয়েছে। এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে দেশের জিডিপি আগের বছরের তুলনায় ২৩.৯ শতাংশ কমেছে। তার প্রধান কারণ দেশের বেকারত্ব বৃদ্ধি। লকডাউনের ফলে এত যুবক কাজ হারিয়েছেন, তার প্রভাব দেশের অর্থনীতির উপর পড়েছে। এখনও পর্যন্ত ৭০ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত। এখনও তা নিয়ন্ত্রণ করতে পারেনি সরকার। এইসব কারণে জিডিপি এতটা কমেছে।
আইএমএফ জানিয়েছে, চলতি আর্থিক বছরে ভারতে জিডিপি কমার ইঙ্গিত অনেক বেশি। তার প্রধান কারণ হল এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে ২৩.৯ শতাংশ জিডিপি কমা। এতটা খারাপ অবস্থা হবে তা আশা করতে পারেনি তারাও।
গোটা বিশ্বজুড়ে আর্থিক মন্দা আসতে চলেছে বলেই জানিয়েছেন আইএমএফ-এর মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথ।
তিনি বলেন, বিশ্বজুড়ে জিডিপি কমতে পারে ৪.৪ শতাংশ। কারণ এর আগে এই ধরনের কঠিন পরিস্থিতির সামনে পড়তে হয়নি বিশ্বকে। সবথেকে খারাপ অবস্থা হতে পারে প্রায় ৯ কোটি মানুষের। তাই প্রতিটি দেশকে এই মুহূর্তে তাদের জনগণকে আর্থিক সাহায্য করতে হবে বলেই জানিয়েছেন তিনি।
আইএমএফ-এর তরফে জানানো হয়েছে, চলতি আর্থিক বছরে শুধুমাত্র বৃদ্ধি দেখবে চিন। তারা সংক্রমণকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। তাই প্রায় ১.৯ শতাংশ আর্থিক বৃদ্ধি পাবে তাদের। জুন মাসে তা ১ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস করেছিল আইএমএফ। অর্থাৎ তা আরও বাড়ছে।
অবশ্য পরের বছর থেকে ফের প্রতিটি দেশে আর্থিক বৃদ্ধি দেখা যাবে বলেই জানিয়েছে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড। জানানো হয়েছে বিশ্বে আর্থিক বৃদ্ধি হতে পারে প্রায় ৫.২ শতাংশ। ভারতেও আর্থিক বৃদ্ধি হবে বলেই জানানো হয়েছে। তবে যতদিন না সেটা হচ্ছে ততদিন দেশের মানুষকে সাহায্য করার কাজ সরকারকেই করতে হবে এমনটাই জানিয়েছেন গীতা গোপীনাথ।