Home অন্যান্য ভারতে বৈদেশিক মুদ্রার সঞ্চয় ৪ হাজার ৫৪৯ কোটি ৪৮ লক্ষ ডলার

ভারতে বৈদেশিক মুদ্রার সঞ্চয় ৪ হাজার ৫৪৯ কোটি ৪৮ লক্ষ ডলার

ভারতের বিদেশি মুদ্রার সঞ্চয় রেকর্ড বেড়ে ৩২ লক্ষ কোটি টাকারও বেশি

ভারতের আর্থিক বিকাশের হার নিয়ে যখন আশার কথা শোনাতে পারছেন না অর্থনীতিবিদরা, তখন বিদেশি মুদ্রার সঞ্চয় নিয়ে আশার কথা শোনাল রিজার্ভ ব্যাঙ্ক। ২০ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশে বিদেশি মুদ্রার সঞ্চয় বেড়েছে ৪৫ কোটি ৬০ লক্ষ ডলার। এখন ভারতে সঞ্চিত বিদেশি মুদ্রার পরিমাণ ৪ হাজার ৫৪৯ কোটি ৪৮ লক্ষ ডলার। এর অর্থ ৩২ লক্ষ ৪৯ হাজার ৫৭৯ কোটি ৭০ লক্ষ টাকা।

শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক যে তথ্য দিয়েছে, তাতে জানা যায়, ২০ ডিসেম্বরে শেষ হওয়া সপ্তাহে দেশে সোনার সঞ্চয়ও বেড়েছে। সঞ্চিত সোনার মূল্য এখন ২৭০০ কোটি ১৩ হাজার ২০০ ডলার। অর্থাৎ ১ লক্ষ ৯৩ হাজার ৭৯৭ কোটি ৯ লক্ষ ৩০ হাজার টাকা।

রিজার্ভ ব্যাঙ্ক আশ্বাস দিয়েছে, দেশের অভ্যন্তরে অর্থনীতির বিকাশ কমেছে ঠিকই কিন্তু উদ্বেগের কিছু নেই। শুক্রবার এমনই আশ্বাস দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কেন্দ্রীয় ব্যাঙ্কের ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্টে বলা হয়েছে, আর্থিক বিকাশের গতি ধীর হতে পারে কিন্তু তার স্থিতিশীলতা বজায় আছে।

গত ছয় বছরের মধ্যে মোট জাতীয় উৎপাদনের বৃদ্ধির হার এখন সবচেয়ে কম। চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে বিকাশের হার ছিল মাত্র ৪.৫ শতাংশ। অর্থনীতিবিদদের মতে, ২০১৯-২০ সালে সামগ্রিকভাবে জিডিপি-র বৃদ্ধির হার পাঁচ শতাংশের বেশি হবে না।

প্রতি দু’বছরে একবার ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট প্রকাশ করে রিজার্ভ ব্যাঙ্ক। তাতে বলা হয়েছে অর্থনীতির বিকাশ দ্রুত হবে দু’টি ইঞ্জিনের ওপরে ভিত্তি করে। একটি ইঞ্জিন হল পণ্যের বিক্রি বৃদ্ধি পাওয়া, অপরটি হল বিনিয়োগ। আন্তর্জাতিক টাকার বাজারের অস্থিতিশীলতা যাতে আমাদের দেশে প্রভাব না ফেলে তাও দেখতে হবে।

এর পরে বলা হয়েছে, অর্থনীতিতে মন্দা ভাব দেখা দেওয়ার জন্য অনেকেই ঋণ নিতে চাইছেন না। অনাদায়ী ঋণের পরিমাণ অবশ্য কমেছে। কিন্তু ব্যাঙ্কগুলির হাল আরও ভাল হওয়া চাই।