দিল্লি: মার্কিন বিমানের সিঁড়ির কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিমান মাটি ছোঁয়ার মিনিট দশেক পরে সেই সিঁড়ি পথেই নেমে এলেন ডোনাল্ড ট্রাম্প৷ হাত মেলালেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে৷ পরনে সাদা শার্ট, হলুদ টাই আর কালো কোট৷ আর ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সাদা পোষাক৷ প্রাথমিক অভ্যর্থনার পরেই সরাসরি গাড়িতে উঠে পড়লেন ট্রাম্প৷ ট্রাম্পের বিমান থেকে নামার কিছুক্ষণ আগেই মাটিতে নেমে এসেছিলেন ইভাঙ্কা৷ সবাইকে গাড়িতে তুলে দিয়ে নিজের রেঞ্জ রোভারে গিয়ে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজ সকাল থেকেই সেজে উঠেছিল আহমেদাবাদ৷ বিমানবন্দরের ভিতরে, বাইরে আয়োজন করা হয়েছিল স্থানীয় লোকনৃত্য৷ ট্রাম্প পৌঁছতেই শুরু হয় শঙ্খ ধ্বনি৷ ভারতীর কায়দায় স্বাগত জানানো হয় মার্কিন অভ্যাগতদের৷
বিমানবন্দর ছেড়ে রাস্তা ধরেন ট্রাম্প৷ রাস্তার পাশে তখন হাজির হয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ৷ দু’পাশে হাজির হওয়া সাধারণ মানুষের মধ্যে তখন কেউ হাতে করে এনেছেন মার্কিন পতাকা, কেউ ভারতের পতাকা৷
ট্রাম্পের ভারত সফর ঘিরে উত্তেজনা ছিল৷ দু’দিনের সফরে ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প৷ প্রথমে সবরমতী আশ্রম পরে সেখান থেকেই তিনি চলে যান মোতেরা স্টেডিয়ামে৷ সেখানে প্রথমে মোদি ও পরে ট্রাম্প ভাষণ দেন৷ অন্যান্য প্রসঙ্গের সঙ্গে নিজের ভাষণে বলিউডের কথা তুলে ধরেন ট্রাম্প৷ বলেন বলিউড দারুণ জনপ্রিয়৷ বলিউড মানেই নাচ, গান, রোম্যান্স, নাটক, যা দর্শকদের খুব বেশিই আনন্দ দেয়৷ এই কথা বলতে গিয়ে তিনি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে এবং শোলের কথা উল্লেখ করেন৷ শাহরুখ-কাজল অভিনীত দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিটি বলিউডে ইতিহাত তৈরি করেছে৷ অন্যদিকে শোলে একটি কালজয়ী ছবি৷ এই দু’টি ছবির কথা নিজের ভাষণে উল্লেখ করলেন ট্রাম্প, যা নিঃসন্দেহে বলিউড কলাকুশলীদের উৎসাহ জোগাবে৷
বিজনেসটুডে২৪ ডেস্ক