Home আগরতলা ভারতে ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত ৪ লাখ ছাড়িয়েছে

ভারতে ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত ৪ লাখ ছাড়িয়েছে

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভারতে করোনা সংক্রমণের একদিনে বিশ্ব রেকর্ড হলো। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন। গোটা বিশ্বে এই প্রথম কোনও একটি দেশে আক্রান্তের সংখ্যা এক দিনে ৪ লক্ষ ছাড়াল। দৈনিক আক্রান্ত ৩ লক্ষ ছাড়ানোর ৯ দিনের মাথায় তা পৌঁছে গেল ৪ লক্ষে। এই পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে গত এক সপ্তাহে কী ভাবে বেড়েছে ভারতে দৈনিক সংক্রমণ।

পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৯১ লক্ষ ৬৪ হাজার ৯৬৯ জন। দৈনিক আক্রান্তের নিরিখে গত দু’সপ্তাহের বেশি সময় ধরে বিশ্বের শীর্ষে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৩ জনের। গত চারদিন ধরেই মৃত্যু হচ্ছে তিন হাজারের বেশি। এ ভাবে বাড়তে বাড়তে ২ লক্ষ পেরিয়েছে মোট মৃতের সংখ্যা। করোনায় প্রাণ হারিয়েছেন ২ লক্ষ ১১ হাজার ৮৫৩ জন।

করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬,০২,৪৭২। মৃত্যু হয়েছে ৬৮,৮১৩ জনের। সুস্থ হয়েছেন ৩৮,৬৮,৯৭৬ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৬,৬৪,৬৮৩।

 মহারাষ্ট্রের পর রয়েছে কেরল। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৭১,১৮৩। মৃত্যু হয়েছে ৫,৩০৮ জনের। সুস্থ হয়েছেন ১২,৬১,৮০১ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৩,০৪,০৭৪।

 কর্ণাটকে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫,২৩,১৪২। মৃত্যু হয়েছে ১৫,৫২৩ জনের। সুস্থ হয়েছেন ১১,২৪,৯০৯ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৩,৮২,৭১০। এরপর রয়েছে উত্তর প্রদেশ। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২,৫২,৩২৪। মৃত্যু হয়েছে ১২,৫৭০ জনের। সুস্থ হয়েছেন ৯,২৮,৯৭১ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৩,১০,৭৮৩।

করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে অষ্টম স্থানে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮,২৮,৩৬৬। মৃত্যু হয়েছে ১১,৩৪৪ জনের। সুস্থ হয়েছেন ৭,০৩,৩৯৮ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১,১৩,৬২৪।