Home কলকাতা ভারতের বাজারে আসছে টেসলা

ভারতের বাজারে আসছে টেসলা

ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কলকাতা: আন্তর্জাতিক গাড়ি বাজারে অত্যন্ত জনপ্রিয় একটি ব্র্যান্ড টেসলা। তাদের বেশ কিছু সিরিজ বাজারে আনা হয়েছে। যা আন্তর্জাতিক বাজারে যথেষ্ট জনপ্রিয় হয়েছে। এবারে জানা গিয়েছে চলতি বছরে ভারতের বাজারে পা রাখতে চলেছে এই আন্তর্জাতিক ব্র্যান্ড।

মনে করা হচ্ছে এই কোম্পানি ভারতে আসাতে ভারতের গাড়ি বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে।

কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গডকরি সাংবাদিকদের সামনে গত বছরেই জানিয়েছেন এই বিষয়ে। এর ফলে মনে করা হচ্ছে সুবিধা হবে ভারতীয় অর্থনীতিতে। মনে করা হচ্ছে ভারতের বাজারে এই টেসলা ব্র্যান্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ শাখা তৈরি করা হবে।

তবে কবে নাগাদ এই অফিস ভারতের বাজারে আনা হবে তা যদিও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে পরিবেশ দূষণের বিষয়টি মাথাতে রেখে ক্রমেই আন্তর্জাতিক বাজার ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই কারণেই মনে করা হচ্ছে এবারে ভারতের বাজারে আনা হবে এই গাড়ি।

জানা গিয়েছে প্রথমে আনা হবে model 3 । যা টেসলা কোম্পানির মধ্যে অপেক্ষাকৃত কম দামী মডেল। এই মডেলের দাম রাখা হয়েছে ৭৪৭৩৯ ডলার থেকে। ভারতীয় অঙ্কে যা প্রায় ৫৫ লক্ষ টাকা। জানুয়ারি থেকে এই গাড়ির বুকিং শুরু হওয়ার কথা।

অক্টোবর মাসে মহারাষ্ট্র প্রশাসনের তরফে আমন্ত্রন জানানো হয়েছিল টেসলা কে। অনুমান করা হচ্ছে ভারতের বাজারে এই ব্র্যান্ড প্রবেশ করলে ভারতীয় কোম্পানি গুলিকে প্রতিযোগিতার মধ্যে ফেলতে পারবে। পাশপাশি বিকল্প শক্তি যুক্ত গাড়ির চাহিদা ক্রমেই বাড়বে ভারতের বাজারে।