Home আন্তর্জাতিক বিশ্বসেরা ২৫ ছবির ২৩ তম ইরানের ভারামিন মসজিদ

বিশ্বসেরা ২৫ ছবির ২৩ তম ইরানের ভারামিন মসজিদ

ইরানের তেহরান-সংলগ্ন ভারামিন শহরের ৭০০ বছরের পুরনো ঐতিহাসিক জামে মসজিদ

বিজনেসটুডে২৪ ডেস্ক: ইরানের তেহরান-সংলগ্ন ভারামিন শহরের একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা হিসেবে সেখানকার একটি জামে মসজিদ বিশ্বের ২৫টি সেরা ছবির তালিকায় নির্বাচিত হয়েছে। উইকি লাভস মনুমেন্ট (Wiki Loves Monuments) -২০২৪-এর মধ্যে স্থান পেয়েছে এই ২৫টি ছবি।

তেহরানের দক্ষিণ-পূর্বে অবস্থিত ভারামিন শহরের পর্যটন, সাংস্কৃতিক ঐতিহ্য ও হস্তশিল্প দপ্তরের প্রধান মোহাম্মাদ রেজা তাযিক বলেছেন, ভারামিনের ৭০০ বছরের পুরনো জামে মসজিদের ছবিটি তুলেছেন হামেদ খলিলি; উইকি লাভস মনুমেন্ট-২০২৪ শীর্ষক বৈশ্বিক প্রতিযোগিতায় এটি ২৫টি সেরা ছবির মধ্যে ২৩ তম স্থান অর্জন করতে সক্ষম হয়।  এই প্রতিযোগিতার বিষয় ছিল ‘বিশ্বের দেশগুলোর স্মৃতিসৌধ ও ঐতিহাসিক স্থাপনার ছবি’।

তাযিক আরও জানিয়েছেন, এই প্রতিযোগিতায় পাঠানো ছবির সংখ্যা ছিল দুই লাখ ৩৯ হাজার ৩১০টি ছবি এবং এইসব ছবি পাঠানো হয়েছে ৫৩টি দেশ থেকে। আর এইসব ছবি থেকে সেরা ২৫টি ছবি বাছাই করা হয়। গত বছরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ইরান থেকে দশটি ছবি পাঠানো হয় যেগুলো ছিল ইরানের নানা শহরের ২৬ হাজারেরও বেশি স্মৃতিসৌধের ছবি থেকে বাছাই করা। আর এসব ছবি নেয়া হয়েছিল প্রাথমিকভাবে বাছাই করা দুই হাজার ৭২৯টি ছবি থেকে।

-পার্স-টুডে