Home সারাদেশ মাইক্রোবাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

মাইক্রোবাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

দুর্ঘটনার শিকার মাইক্রোবাস ও সিএনজি। ছবি: সংগৃহীত

 

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ময়মনসিংহ:  ভালুকায় মাইক্রোবাস ও সিএনজি চালিত ত্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং ৩ জন আহত হয়েছে। এই দুর্ঘটনা ঘটেছে আজ শুক্রবার সকাল ১১টার দিকে ভালুকা-গফরগাঁও আঞ্চলিক সড়কের নন্দীবাড়ী এলাকায় গোয়ারী দাখিল মাদ্রাসার সামনে ।

নিহতরা হলেন উপজেলার পূর্ব ভালুকা এলাকার আজগর আলীর ছেলে লাল মিয়া (৩২) এবং সুরজত আলীর স্ত্রী রোকেয়া আক্তার (৪৮)। আহতদের মধ্যে রয়েছেন লাল মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (২৫), লাল মিয়ার মামি জ্যোৎস্না আরা (৬৫) এবং সিএনজি চালক রোমান মিয়া (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা গফরগাঁওগামী একটি সিএনজি চালিত ত্রি-হুইলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের  উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোকেয়া আক্তার মারা যান।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল হুদা খান ঘটনা নিশ্চিত করে বলেন, অটোরিকশা ও সিএনজি চালিত ত্রি-হুইলারের সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে একজন মারা গেছেন। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।