বিজনেসটুডে২৪ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতালে ‘ভালো’ থাকলেও ‘ঝুঁকি আছে’ বলে জানিয়েছে ফক্স নিউজ। ৭৪ বছর বয়সী এই প্রেসিডেন্টের কোলেস্টেরল বেশি। হার্টের সমস্যাও আছে বলে শোনা যায়। চিকিৎসকদের চিন্তাটা মূলত এখানেই।একজন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তার পরবর্তী ৪৮ ঘণ্টা ‘ক্রিটিক্যাল’।
হোয়াইট হাউজের চিকিৎসক শান পি কনলি শনিবার প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফ করেন। তিনি বলেন, ট্রাম্পের শারীরিক উন্নতিতে ‘সত্যি দারুণ খুশি’।
কিন্তু হোয়াইট হাউজের ওই সিনিয়র কর্মকর্তা ফক্স নিউজকে বলেছেন, শুক্রবার সকালে প্রেসিডেন্টের অক্সিজেনের মাত্রা দ্রুত কমে গিয়েছিল। আগামী ৪৮ ঘণ্টা তার জন্য সংকটময়। ‘এখন ভালো উন্নতি হচ্ছে। কিন্তু শুক্রবার যা অবস্থা ছিল, তাতে চিন্তা বেড়ে গিয়েছিল; যোগ করেন তিনি।
আক্রান্তের পর পর হোয়াইট হাউজে ট্রাম্প পরীক্ষামূলক একটি ইনজেকশন নেন বলে বিবিসি’র খবরে বলা হয়। ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের চেয়ে প্রেসিডেন্টের অবস্থা বেশি গুরুতর বলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়।
শনিবার ট্রাম্প একটি ভিডিও পোস্ট করে বলেন, ‘হাসপাতালে এসে খুব একটা ভালো ছিলাম না। এখন অনেকটা ভালো লাগছে। সবাই অনেক কাজ করছেন। ’