Home First Lead ভিজিডি কার্ড চেয়ে ইউপি সদস্যের মার খেলেন ভিক্ষুক

ভিজিডি কার্ড চেয়ে ইউপি সদস্যের মার খেলেন ভিক্ষুক

জয়পুরহাট থেকে হোসেন জাকির: জয়পুরহাটের বাদশা ইউনিয়ন পরিষদের সাধারণ একজন সদস্য আলী শাখিদার পিন্টু। নির্বাচনে তাকে ভোট না দেয়া এক নারী ভিক্ষুক মেয়েকে নিয়ে গিয়েছিলেন ভিজিডি কার্ডের জন্য। ভিক্ষুক বিউটি ( ৫৫) ও তার মেয়ে মারুফাকে দুর্গাদহ গুচ্ছগ্রামে দেখেই তেলে বেগুনে জ্বলে উঠে পিন্টু ও তার সাঙ্গপাঙ্গরা। ভোট না দেয়ার জন্য অকথ্য ভাষায় গালিগালাজ করেন মা মেয়েকে। এক পর্যায়ে প্রহার করতে শুরু করে। তখন প্রতিবেশি রোকসানা, দেলজান, দেলোয়ার হোসেনসহ কয়েকজন বিউটি ও তার মেয়েকে রক্ষায় এগিয়ে আসলে তাদের ওপরও হামলা করা হয়েছে।

জানা যায়, বিউটিসহ আহতরা ঘটনার ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও থানাকে অবহিত করেন। এ খবরে আরও ক্ষীপ্ত হয়ে পুনরায় রাতে তাদের ওপর হামলা করা হয় দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে। হামলায় ৭ জন আহ্ত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে পৃথক দুইটি মামলা হয়েছে। দুটি মামলাতে ইউপি সদস্য আলী শাখিদার পিন্টুকে ১ নম্বর আসামী করে ১৪ জনর নামে মামলা করেছেন ভুক্তভোগিরা।
অভিযুক্ত ইউপি সদস্য আলী শাখিদার পিন্টুর বক্তব্য নিতে বারবার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

ভাদশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন জানান, প্রথমে মারধরের অভিযোগ নিয়ে আমার কাছে আসলে যেহেতু মেম্বার সংশ্লিষ্ট ব্যাপার সেজন্য আমি থানায় পাঠিয়ে দেই। তারা থানায় না গিয়ে ডিসি, ইউএনও’র কাছে গেছে।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান বলেন, মারামারি ঘটনায় দুইটি পৃথক মামলা হয়েছে। দুইটি মামলাতে ইউপি সদস্য পিন্টুকে ১নম্বর আসামী করে ১৪ জনের নামে থানায় মামলা হয়েছে। হায়দার আলী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের জোর তৎপরতা চলছে।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম বলেন,কাউকে প্রহার করার বিধান নেই। সে মেরেছে সেজন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে। বিধি মোতাবেক ইউপি সদস্যের বিরূদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

ভিজিডি কর্মসূচি বাংলাদেশ সরকারের একটি সর্ববৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি । দুঃস্থ ও অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়ীত্বের জন্য খাদ্য সহায়তার পাশাপাশি তাদের স্বাবলম্বী/আত্মনির্ভরশীল করার লক্ষ্যে এই কর্মসূচি। দেশের দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণে বিশ্বখাদ্য কর্মসূচির কারিগরি সহযোগিতায় ২০১৩ সালের জুন মাসে প্রথমবার কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ভিজিডি কর্মসূচির উপকারভোগী নারীদের মধ্যে পাইলট প্রোগ্রাম হিসেবে পুষ্টিচাল বিতরণ কার্যক্রম শুরু করে মহিলাবিষয়ক অধিদপ্তর।