Home Second Lead ভিসা অন অ্যারাইভাল স্থগিত ৩০এপ্রিল পর্যন্ত

ভিসা অন অ্যারাইভাল স্থগিত ৩০এপ্রিল পর্যন্ত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সবদেশের নাগরিকদের জন্য বাংলাদেশে ভিসা অন অ্যারাইভাল স্থগিত করা হয়েছে। তবে, জাহাজের নাবিকরা ৭২ ঘণ্টার জন্য ভিসা অন অ্যারাইভাল নিয়ে প্রবেশ করতে পারবেন।

চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের হালনাগাদ নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।

জানানো হয়, জাহাজের নাবিকগণ ৭২ ঘণ্টার জন্য ভিসা অন এরাইভাল নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে করোনালক্ষণমুক্ত মর্মে চিকিৎসকের সনদ এন্ট্রি পোর্টের ইমিগ্রেশন কাউন্টারে প্রদর্শন করতে হবে। তারা সরাসরি এয়ারপোর্ট থেকে কর্মস্থল এবং কর্মস্থল থেকে এয়ারপোর্ট যাতায়াত ব্যতীত দেশের অভ্যন্তরে অন্য কোথাও প্রবেশ ও অবস্থান করতে পারবেন না।

নির্দেশনায় বলা হয়, করোনা আক্রান্ত যে কোন দেশ থেকে বাংলাদেশি বা বিদেশি নাগরিকের বাংলাদেশে আগমনের ক্ষেত্রে আগমনের পর ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এন্ট্রি পোর্টর স্বাস্থ্য কর্মকর্তাগন সেলফ কোয়ারেন্টাইন বা সরকার পরিচালিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নির্ধারণ করবেন। সেলফ কোয়ারেন্টাইপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে নির্ধারিত সময় পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নির্ধারণ করবেন। সেলফ কোয়ারেন্টাইনপ্রাপ্ত ব্যক্তিবর্গের ক্ষেত্রে নির্ধারিত সময় পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী কর্তৃক নজরদারি করা হবে।

সব স্থল বন্দর দিয়ে বিদেশিদের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ। তবে, বাংলাদেশ ভারত আরটিএ অনুযায়ী অফিসিয়াল এবং ডিপলোমেটিক পাসপোর্টধারিগণ বাংলাদেশে আগমণ করতে পারবে।এন্ট্রি পোর্টের স্বাস্থ্য কর্মকর্তা কর্তৃক করোনামুক্ত বলে শনাক্তকৃত হলে তাদেরকে ১৪ দিনের হোম সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে। স্থল বন্দর দিয়ে আগমণকারী বাংলাদেশি নাগরিকদের সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও সিভিল সার্জনের ব্যবস্থাপনায় এবং তত্ত্বাবধানে নিকটবর্তী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৪ দিন অবস্থান করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ কর হয়েছে।