বিজনেসটুডে২৪ প্রতিনিধি
টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্তকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে তাকে বদলি করা হয়।
এর আগের মঙ্গলবার গণমাধ্যমে ঐ এসিল্যান্ডের বিরুদ্ধে কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপর ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্টিফিকেট সহকারী মমিনুল ইসলাম ও আউটসোর্সিংয়ের কম্পিউটার অপারেটর খায়রুল ইসলামকে জেলা প্রশাসন কার্যালয়ে সংযুক্ত করা হলো।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এসিল্যান্ড অমিত দত্ত নিজ অফিস কক্ষে সার্টিফিকেট সহকারী মমিনুল ইসলাম ও আউটসোর্সিংয়ের কম্পিউটার অপারেটর খায়রুল ইসলামকে জুতাপেটা ও মারধর করেন বলে অভিযোগ।
তবে শুরু থেকে জুতাপেটা বা মারপিটের বিষয়টি অস্বীকার করে আসছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা প্রশাসক ড. আতাউল গনি বলেন, গত সোমবারের ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে অপ্রীতিকর ঘটনায় জনপ্রশাসন মনে করছে উক্ত অফিসে কাজের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্তকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে বদলি করা হয়েছে। এ ছাড়া ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্টিফিকেট সহকারী মমিনুল ইসলাম ও আউটসোর্সিংয়ের কম্পিউটার অপারেটর খায়রুল ইসলামকে জেলা প্রশাসন কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।