মেয়র খায়রুজ্জামান লিটনের পাসপোর্ট জালিয়াতি
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
রাজশাহী: আন্তর্জাতিক চক্র কৌশলে রাজশাতী মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটনের পাসপোর্ট জালিয়াতি, ভূয়া ইমেইল আইডি ও মোবাইল নম্বর ব্যবহার ও সিটি কর্পোরেশনের কর্মকর্তার ভূয়া নাম, পদবি ও স্বাক্ষর ব্যবহারের মাধ্যমে একটি কোরিয়ান কোম্পানির নিকট থেকে ৮টি ফায়ার ফাইটিং ট্রাক ক্রয়ের জন্য ৯টি ভূয়া ডকুমেন্টের মাধ্যমে চুক্তিপত্র সম্পাদন করেছে। কর্পোরেশেনের ভাবমূর্তি ক্ষুন্ন করতে তাদের এই অপপ্রয়াস।
মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন বুধবার নগর ভবনের সিটি হল সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে বলেন, ‘ওই কোরিয়ান কোম্পানি কোনও তৃতীয় পক্ষের দ্বারা প্রতারিত হয়েছে, নাকি কোম্পানির মালিক ও তার সহযোগিরা নিজেরাই বিভিন্ন ভূয়া ডকুমেন্ট তৈরি করে রাজশাহী সিটি কর্পোরেশনকে ফাঁসানোর জন্য অপচেষ্টা চালাচ্ছে, তা যথাযথ তদন্ত ও তথ্য-প্রমাণ প্রাপ্তি সাপেক্ষে জানা যাবে। তবে আমার (মেয়র লিটন) সাথে ফোনালাপ কিংবা আমার ই-মেইলে যোগাযোগ না করে ভূয়া ইমেইলে যোগাযোগের মাধ্যমে চুক্তিপত্র সম্পাদনের বিষয়টি অবহিত করার পরও দক্ষিণ কোরিয়ার সিউলস্থ বাংলাদেশ দূতাবাসে ওই কোম্পানির মালিক কর্তৃক একাধিকবার যোগাযোগ ও মিথ্যা অভিযোগ দাখিল করায় আমার (মেয়র) ও রাজশাহী সিটি কর্পোরেশনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। যা বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের গভীর অপচেষ্টা।’
সংবাদ সম্মেলনে মেয়র আরও বলেন, ‘রাজশাহী সিটি কর্পোরেশন বাংলাদেশের একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান। রাজশাহী সিটি কর্পোরেশনের কার্যাবলীর মধ্যে ফায়ার ফাইটিং সেবা অন্তর্ভুক্ত নয়। বাংলাদেশে ফায়ার ফাইটিং এর জন্য ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নামক একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ সরকারি সংস্থা রয়েছে। স্বভাবতই, রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক ফায়ার ফাইটিং ট্রাক ক্রয়ের কোনও প্রশ্নই আসে কোরিয়ান কোম্পানির সাথে কথিত ১০.১২ মিলিয়ন ইউএস ডলারের সরাসরি ক্রয়চুক্তি সরকারি ক্রয় নীতিমালা পরিপন্থী ও বাস্তবসম্মত নয়।’
মেয়র অভিযোগ করেন , আন্তর্জাতিক জালিয়াতিচক্র এভাবে প্রতারণার মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ৮০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অপতৎপরতায় লিপ্ত।