Home Second Lead বাজারে ‘খাটি’ আখের গুড়ের নামে যা বিক্রি হয়

বাজারে ‘খাটি’ আখের গুড়ের নামে যা বিক্রি হয়

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

বাঘা ( রাজশাহী): ‘খাটি’ আখের গুড়ের নামে ভেজাল গুড় তৈরির জমজমাট ব্যবসা করে আসছিলেন সেকেন্দার আলী । কোন রকম বিপাকে পড়তে হয়নি। চিনি, ডালডা, চুন, আটা ও কেমিক্যাল দিয়ে তৈরি করা হতো ভেজাল গুড়। আর তা ‘খাটি’ বলে বিভিন্ন হাটে বাজারে বিক্রি করা হতো। অবশেষে তিনি ধরা পড়লেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে।

আড়ানী ইউনিয়নের খোর্দ্দবাউসা পশ্চিমপাড়া গ্রামের নয়ন মণ্ডলের ছেলে সেকেন্দার আলী।  চিনি, মোনালিসা, নানা রকম কেমিক্যাল, চুন, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা, আটা ব্যবহার করে এই ভেজাল গুড় তৈরি করছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর র‌্যাব-৫ এর সহযোগিতায় এ ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালায়। এ সময় ৭০০ কেজি ভেজাল গুড় ও তৈরির উপকরণ ধ্বংস করে কারখানার মালিক সেকেন্দার আলীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

 ভোক্তা অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, মঙ্গলবার অভিযান চালিয়ে ৭০০ কেজি ভেজাল গুড় ও তৈরির উপকরণ ধ্বংস করা হয়েছে।  চিনি দিয়ে গুড় তৈরির কারখানার মালিক সেকেন্দার আলী অধিক মুনাফা লাভের আশায় চিনি, চুন, ফিটকিরি, হাইড্রোজ ও কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে হাট-বাজারে বিক্রি করে আসছে। সেই সাথে গুড়ের রং উজ্জ্বল করতে মেশানো হচ্ছে বিষাক্ত কেমিক্যাল। এমন অভিযোগের প্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে গুড় ও তৈরির উপকরণ ধ্বংস এবং দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing buttonlinkedin sharing button