বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চাঁদপুর: ভোট না দেয়ায় ক্ষুব্ধ ইউপি সদস্য প্রার্থী ভেঙ্গে দিয়েছেন এলাকার এক বাড়ির যোগাযোগের বাঁশের সাঁকো। এই অভিযোগ হাজিগঞ্জের বাকিলা ইউনিয়নের সদস্য পদপ্রার্থী কামরুজ্জামান মোল্লার বিরুদ্ধে।
ঐ সাঁকোটির অবস্থান রাধাসার গ্রামে মৃধাবাড়ির কাছে। মঙ্গলবার সাঁকোটি ভেঙ্গে দেয়া হয়। সদস্য পদপ্রার্থী ছিলেন কামরুজ্জামান মোল্লা এবং অপর দু’জন। তারা হলেন রবিউল আলম অরুন ও শাহাদাত পাঠান।
গত ২৬ ডিসেম্বর ঐ ইউনিয়নে ভোট হয়। জয়ী হয়েছেন রবিউল আলম অরুণ। কামরুজ্জামান পরাজিত হন। মৃধাবাড়ির লোকজন ভোট দেয়নি বলে তিনি ক্ষিপ্ত হন তাদের প্রতি। এতে তিনি ভেঙ্গে ওদের যাতায়াতের সাঁকোটি। এতে দুর্ভোগে পড়েছেন তারা।
অবশ্য কামরুজ্জামান মোল্লা বলেছেন ভিন্নকথা। তিনি বলেন, ভোটে হেরে নয়, আমাদের সম্পত্তির উপর দিয়ে বাঁশের সাঁকোটি করা হয়েছে। তাই ভেঙে দেওয়া হয়েছে সাঁকোটি।