মহিউদ্দিন, ভোলা থেকে: বিধ্বংসী আগুনে সদর উপজেলার খলিফা বাড়িতে ৫টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এসব বাড়ির বাসিন্দারা এখন খোলা আকাশের নিচে। তাদের চোখের সামনে সব জিনিস ভস্মীভূত হয়েছে। কিছুই রক্ষা পায়নি।
রবিবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে সদর উপজেলা ৫নং বাপ্তা ইউনিয়নের ১নং ওয়ার্ড খলিফা বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত পরিবাররা। তারা জানান, নুরুল ইসলাম খলিফার ঘরের বৈদ্যুতিক লাইন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা চোখের পলকে চারদিকে ছড়িয়ে পড়ে পুড়ে ছাই হয়ে যায় ৫টি বাড়ির সবকিছু । মো. নুরুল ইসলাম, বিল্লাল, নান্নু মিয়া, স্বপন ও মানিকের পরিবারের সবাই এতে গৃহহারা হয়ে পড়েছেন।

খবর পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার খবর পেয়ে ওই ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা ঘটনাস্থলে ছুটে আসেন। তাৎক্ষণিক তিনি ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে সাহায্য করেন। এসময় তিনি জানান, উক্ত ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামকে অবগত করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাহায্য করা হবে।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে সাহায্য করা হবে।