Home Third Lead ভোলা সদরে নৌকা ৯, স্বতন্ত্র ৩

ভোলা সদরে নৌকা ৯, স্বতন্ত্র ৩

বিজয়ী চেয়ারম্যানবৃন্দ
মহিউদ্দিন ভোলা
ভোলা: ধাওয়া পাল্টা ধাওয়া আর বিচ্ছিন্ন সংর্ষের ঘটনার মধ্য দিয়ে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার (৫ জানুয়ারী) সকাল ৮টায় ভোট শুরু হয়ে তা চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোট কেন্দ্রগুলোতে নারী-পুরুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। তারা সতস্ফুর্তভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেখা গেছে। তবে সকালের দিকে ভোট কেন্দ্রে পরিবেশ শান্ত থাকলেও সময় বাড়ার সাথে সাথে উত্তপ্ত হতে থাকে পরিবেশ।
আধিপত্য বিস্তার করা নিয়ে সদর উপজেলার আলীনগর, পূর্ব ইলিশা, বাপ্তা, রাজাপুর, চরসামাইয়া, ভেলুমিয়াসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ১০জন ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠে তৎপর দেখা গেছে।
এছাড়া ভোট কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১০ জনকে আটক করে। পরে তাদেরকে জেল-জরিমানা প্রদান করা হয়। এ ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে বিকাল ৪টায় শেষ হয় ভোট। গণনা শেষে ভোলার ১২টি ইউপি’র মধ্যে বেসরকারীভাবে ৩টি-তে স্বতন্ত্র এবং ৯টি-তে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিজয়ী প্রার্থীরা হলেন ১নং রাজাপুরে স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক মিঠু চৌধুরী (মোটরসাইকেল), ২নং পূর্ব ইলিশায় স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ছোটন (আনারস), ৩নং পশ্চিম ইলিশায় জহিরুল ইসলাম (নৌকা), ৫নং বাপ্তায় ইয়ানুর রহামান বিপ্লব মোল্লা (নৌকা), ৬নং ধনিয়ায় এমদাদ হোসেন কবির (নৌকা), ৭নং শিবপুরে জসিম উদ্দিন (নৌকা), ৮নং আলীনগরে বশির আহমেদ (নৌকা), ৯নং চরসামাইয়ায় মহিউদ্দিন মাতাব্বর (নৌকা), ১০ নং ভেলুমিয়ায় আব্দুস সালাম মাষ্টার (নৌকা), ১১নং ভেদুরিয়ায় স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামাল (আনারস), ১২নং উত্তর দিঘলদীতে লিয়াকত হোসেন মনসুর (নৌকা), ১৩নং দক্ষিণ দিঘলদীতে ইফতারুল হাসান স্বপন (নৌকা) প্রতীকে নির্বাচিত হন।