Home Second Lead ভ্যালেন্টাইনস সপ্তাহ শুরু, রোজ ডে আজ

ভ্যালেন্টাইনস সপ্তাহ শুরু, রোজ ডে আজ

বিজনেসটুডে২৪ ডেস্ক

আজ রোজ ডে। ভ্যালেন্টাইনস সপ্তাহ অর্থাৎ প্রেমের সপ্তাহের প্রথম দিন। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি রোজ ডে পালনের মধ্য দিয়ে ভ্যালেন্টাইনস সপ্তাহ শুরু হয়। সুতরাং ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবসের আমেজ শুরু হয়ে গেলো আজ থেকেই।
ফুল কার না ভালো লাগে। যে কোন উৎসবের সবচেয়ে ভালো উপহার ফুল। প্রিয়জনের মন ভালো করতেও ফুলের নেই কোন বিকল্প। আর সেটা যদি হয় গোলাপ তাহলে তো আর কোন কথাই থাকে না। একটি গোলাপ উপহারেই ফিরিয়ে আনতে পারে প্রিয়জনের মুখের হাসি। তাই উপহার হিসেবে অন্যান্য ফুলের উপরেই গোলাপের অবস্থান।
তবে গোলাপের রঙের সঙ্গে বদলে যায় এর ভাষা ও আবেদন। লাল, হলুদ, সাদা, গোলাপি ইত্যাদি বিভিন্ন রঙের গোলাপের রয়েছে ভিন্ন ভিন্ন মানে। এজন্য রোজ ডে তে গোলাপ উপহার দেওয়া উচিৎ বুঝে শুনে।
যেমন-লাল গোলাপকে ধরা হয় সৌন্দর্য ও ভালবাসার প্রতীক হিসেবে। গোলাপি গোলাপ ভালবাসা, কৃতজ্ঞতা ও  স্বীকৃতির প্রতীক। কাউকে মিস করলে মনের ভাষা বোঝাতে পাঠানো হয় সাদা গোলাপ। আবেগ, উৎসাহ ও উদ্দীপনার প্রতীক কমলা গোলাপ। এছাড়া হলুদ গোলাপ ব্যবহার করা হয় আনন্দ ও সুস্বাস্থ্য বোঝাতে।
ভালোবাসার প্রতীক যেহেতু লাল গোলাপ আবার ভালোবাসা দিবসের সপ্তাহ শুরু গোলাপ দিবস দিয়ে তাই এই সাতদিন লাল গোলাপের চাহিদা থাকবে সবচেয়ে বেশি। 
৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে ভ্যালেন্টাইনস সপ্তাহের শুরু হলেও এরপর ৮ ফেব্রুয়ারি রয়েছে প্রপোজ ডে, ৯ ফেব্রুয়ারি চকোলেট ডে, ১০ ফেব্রুয়ারি টেডি ডে, ১১ ফেব্রুয়ারি প্রমিজ ডে, ১২ ফেব্রুয়ারি হাগ ডে এবং ১৩ ফেব্রুয়ারি কিস ডে। সবশেষে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে দিয়ে ভ্যালেন্টাইনস সপ্তাহের সমাপ্তি।