Home আন্তর্জাতিক ভয়াবহ সংকটে বিশ্ববিখ্যাত ‘শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি’

ভয়াবহ সংকটে বিশ্ববিখ্যাত ‘শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি’

বিজনেসটুডে২৪ ডেস্ক

পৃথিবীর বিখ্যাত  এবং অত্যন্ত জনপ্রিয় বইয়ের দোকান রয়েছে প্যারিসে।  করোনায় সেই বইয়ের দোকান, ‘শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি’ পড়েছে চরম সমস্যার মুখে। প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে  বইয়ের ব্যবসা। এবছর মহামারীর জন্য মার্চ থেকে প্রায় ৮০ শতাংশ বিক্রি কমে গেছে বলে জানিয়েছেন দোকানের কর্তৃপক্ষ।

Shakespeare & Company | Bookstore, Shakespeare and company paris, Shakespeare and company

যদিও জানাজানি হওয়ার পরে  জনপ্রিয় এই বইয়ের দোকানের পাশে এসে দাঁড়িয়েছেন অনেকে। কর্তৃপক্ষ জানিয়েছেন, “আরও পাঁচটা ব্যবসার মতো আমরাও এই কঠিন সময়ে লড়াই চালিয়ে যাচ্ছি। তবে যে মুহূর্তে আমরা প্রবল ক্ষতির মুখে পড়েছিলাম, তখন অনেক নতুন ওয়েবসাইট থেকে আমাদের কাছে বইয়ের অর্ডার দেওয়া হয়। যা অনেকটা উপকার করেছে। এর জন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞ।”

 

তবে ‘শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি’ কর্তৃপক্ষ এটাও নিশ্চিত করেছেন, যে বইয়ের দোকানটি এই মুহূর্তে বন্ধ হচ্ছে না যতই ক্ষতি হোক। যদিও বর্তমানে দোকানটি যেখানে রয়েছে সেটা শেক্সিয়ার অ্যান্ড কোম্পানির দ্বিতীয় আউটলেট, যা ১৯৫১ সালে জর্জ হুইটম্যান খোলেন। প্রথমে দোকানটি ১৯১৯ সালে মিস্ট্রাল নাম দিয়ে খোলা হয়েছিল সিলভিয়াতে। ১৯৪১ সালে জার্মানি প্যারিস দখল করে নিলে এটি বন্ধ হয়ে যায়।

Shakespeare & Company Café: Books + Coffee = A Match Made in Heaven! - Paris Perfect

অনেক বিখ্যাত লেখক এই  বইয়ের দোকানে বসে আড্ডা দিতেন। তৈরি করতেন নিজেদের লেখার প্লট। তাঁদের  মধ্যে অন্যতম হলেন জেমস জয়েস,  ফোর্ড ম্যাডক্স ফোর্ড,  আর্নেস্ট হেমিংওয়ে, জজুনা বার্নস এবং এজরা পাউন্ডের। পরের দিকে হুইটম্যান, ম্যান রে, গের্ট্রুড স্টেইন প্রমুখেরা আসতে শুরু করেন এই বই-ঠেকে।

হেনরি মিলার এই বইয়ের দোকানকে বলেছেন, “পৃথিবীর আশ্চর্য বইয়ের দেশ।” প্যারিসের আইফেল টাওয়ার ছাড়াও অন্যতম দর্শনীয় স্থান রয়েছে, যা হল এই বিখ্যাত বইয়ের দেশ।