বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: ঢাকা-রাজশাহী রুটে ইউ-এস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট শুরু হচ্ছে।
প্রায় চার মাস শুরু হচ্ছে পর মঙ্গলবার থেকে।৭২ আসনের ব্র্যান্ডনিউ এটিআর ৭২–৬০০ এয়ারক্রাফট দিয়ে এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। ইউএস–বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে ৬টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২–৬০০সহ মোট তেরোটি এয়ারক্রাফট রয়েছে।
ইউেএস বাংলা জানায়, প্রতিদিন সকাল ১০টা ও দুপুর আড়াইটায় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং ১০টা ৫০ মিনিট ও দুপুর ৩টা ২০ মিনিটে পর্যায়ক্রমে রাজশাহীর শাহ মখদুম বিমান বন্দরে অবতরণ করবে। পুনরায় সকাল ১১টা ২০মিনিট ও দুপুর ৩টা ৫০ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে আসবে এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পর্যায়ক্রমে দুপুর ১২টা ৫ মিনিট ও বিকেল ৪টা ৩৫ মিনিটে অবতরণ করবে।।
সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের জন্য ন্যূনতম ২৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ইউএস–বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস্ ব্যবহার করে টিকিট করলে গ্রাহকগণ ভাড়ার ওপর ১২% মূল্য ছাড়ের সুবিধাও ভোগ করতে পারবেন। এছাড়া ইউএস–বাংলার স্কাইস্টার গ্রাহকগণ ১২% মূল্য ছাড়ে এয়ারলাইন্সের নিজস্ব সেলস অফিস থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।