তিমির বনিক
মৌলভীবাজার: চা শ্রমিকদের নিম্নতম মজুরিহারের খসড়া সুপারিশ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালী পরিষদ।
শনিবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়েছে। মৌলভীবাজারে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় লেবার হাউজে বালিশিরা ভ্যালী পরিষদের সভাপতিঃ বিজয় হাজরা এই ঘোষণা দিয়ে বলেন, চা-শ্রমিকদের মজুরি ও অন্যান্য সুযোগ সুবিধার ব্যাপারে যে খসড়া সুপারিশ করা হয়েছে তা জীবিকা নির্বাহের জন্য মানসম্মত নয়। তাই চা শিল্প ও চা শ্রমিকবান্ধব গেজেট প্রকাশের আবেদন জানাচ্ছি। একমাত্র দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপেই নিশ্চিত হতে পারে চা শ্রমিকদের জীবন জীবিকা নির্বাহের উপযোগী মজুরি হার ও অন্যান্য সুযোগ সুবিধা।
বিজয় হাজরা ৪ দফা দাবি পেশ করে বলেন, দাবিগুলো মেনে নেয়া না হলে সব চা বাগানে কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। দাবিগুলোর মধ্যে রয়েছে: অবিলম্বে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করা, খসড়া গেজেটের ধারা ৭ (সাত) বাতিল করে দুই বছর অন্তর অন্তর বাংলাদেশীয় চা সংসদ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মজুরি ছাড়াও উৎপাদনশীলতাসহ অন্যান্য আলোচনা করে সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা, তফসীল ‘খ’ এর ক্রমিক নং-৩ (শিক্ষানবীশ) বাতিল করা এবং চা শ্রমিকদের জন্য বৈশাখী ভাতা প্রদান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ কন্দ, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, বালিশিরা ভ্যালীর সাধারণ সম্পাদক দেবেন্দ্র বাড়াইক, সাংগঠনিক সম্পাদক-সহ বালিশিরা ভ্যালীর বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত প্রধান ও চা শ্রমিক জনগোষ্ঠীর বিভিন্ন বাগানের নেতৃবৃন্দ।
১৩ জুন নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক ঐ খসড়া প্রকাশ করা হয়েছে।