Home দিল্লি মণিপুরে সহিংসতায় নিহত ৭

মণিপুরে সহিংসতায় নিহত ৭

ছবি সংগৃহীত

মণিপুরের যুবকরা নিজেদের গ্রাম পাহারা দিচ্ছে

বিজনেসটুডে২৪ ডেস্ক

হিংসা থামছে না  ভারতের মণিপুরে। এবার এক গ্রাম স্বেচ্ছাসেবককে খুনের ঘটনায় ৪৮ ঘণ্টার বন্ধ পালিত হচ্ছে মণিপুরে। এমনিতেই জাতি হিংসায় ক্ষতিগ্রস্ত মণিপুরে ধাক্কা খেয়েছে জনজীবন। গত ৪৮ ঘণ্টায় জাতি হিংসায় ৭জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এই বন্ধের কারণে জনজীবন পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে।

পুলিশ-প্রশাসনের উপর ভরসা না করে মণিপুরের যুবকরা নিজেদের গ্রাম পাহারা দিচ্ছে। এদেরই গ্রাম-স্বেচ্ছাসেবক বলা হয়। এমনই ২৩ বছরের এক স্বেচ্ছাসেবককে গুলি করে খুন করা হয়। সেই ঘটনায় প্রবল উত্তেজনা তৈরি হয়। ১৭ জানুয়ারি মণিপুরের কাঙ্গপোকপি জেলায় দুই জাতি গোষ্ঠীর মধ্যে গুলির লড়াইয়ে ২৩ বছরের ওই যুবক নিহত হয়। তারপর থেকে পরিস্থিতি আরও তপ্ত হতে শুরু করে। এই ঘটনার পর একাধিক নাগরিক সংগঠনের যৌথমঞ্চ ‘দ্য জয়েন্ট অ্যাকশন কমিটি’ (জেএসি) ৪৮ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে।

শনিবার ভোর ৫টা থেকে এই বন্ধ শুরু হয়েছে। বন্ধের ভাল প্রভাব পড়েছে রাজধানী ইম্ফলেও। সেখানে রাস্তাঘাট শুনশান ছিল। অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। সরকারি অফিসগুলিতে উপস্থিতির হার অত্যন্ত ক্ষীণ ছিল।

জেএসি’র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, এই হত্যার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এন বিরেণ সিংয়ের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। এই খুনের পিছনে যারা রয়েছে তাদের অবিলম্বে গ্রেফতারির দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যাতেও মণিপুরের বিষ্ণুপুর জেলায় গুলি করে হত্যা করা হল হয়েছে চার গ্রামবাসীকে। পুলিশ জানিয়েছে, এই ঘটনা ঘটেছে বিষ্ণুপুরের নিংথোখং খা খুনউ-তে। নিহতদের মধ্যে এক ব্যক্তি ও তাঁর ৬০ বছরের বৃদ্ধ বাবাও রয়েছেন। সেখান থেকে পালিয়ে প্রাণে বেঁচেছেন এক গ্রামবাসী।

তিনি জানিয়েছেন, ঘটনার সময় তাঁরা চাষের জমিতে লাঙ্গল দিচ্ছিলেন। আচমকা সেখানে হাজির হয়েছিল পাঁচ-ছয়জন সশস্ত্র দুষ্কৃতী। খুব কাছ থেকে গুলি করে হত্যা করে তারা।