রাহাদ হাসান মুন্না, সুনামগঞ্জ: সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাহিরপুর সীমান্তে ভারতীয় মদের চালানসহ ২জনকে আটক করেছে ।
আটককৃতরা হলো- নুর উদ্দিন (২২) সে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। অপর সহোদর জামাল উদ্দিন (২১) একই গ্রামের হোসেন আলীর ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (১০ জানুয়ারি) ভোর সকাল ৬ টা ৩০ মিনিটের সময় বিরেন্দ্রনগর বিওপির নিয়মিত একটি টহল দল সীমান্ত পিলার ১১৯৩/৪-এস এর নিকট হতে ৬শত গজ বাংলাদেশের অভ্যন্তরে, উত্তর শ্রীপুর ইউনিয়নের বাগলী ব্রিজ থেকে ৩০ বোতল ভারতীয় মদ, একটি মোটর সাইকেল, ২টি স্মার্ট ফোন সহ ওই দুই যুবককে আটক করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ১লাখ, ৮৩ হাজার, ৪ শত টাকা।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মো.মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।