Home জাতীয় মন পড়ে আছে টুঙ্গিপাড়ায় : প্রধানমন্ত্রী

মন পড়ে আছে টুঙ্গিপাড়ায় : প্রধানমন্ত্রী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস আজ। এ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশু সমাবেশে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সশরীরে যেতে না পারায় তাকে ‘মিস করছে’ বলে জানায় শিশু বক্তারা। এর জবাবে তিনি বলেন, আমার মন পড়ে আছে টুঙ্গিপাড়ায়।

শিশুদের কুশল জানতে চেয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, আমি ও আমার বোন শেখ রেহানা টুঙ্গিপাড়াতেই থাকি। এবার আমি তোমাদের কাছে যেতে পারিনি।

ঠিকমতো পড়ালেখা করার উপদেশ দিয়ে তিনি বলেন, সব সময় পড় আর পড় বললে কার ভালো লাগে? লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও মানসিক বিকাশেরও দরকার আছে। এ জন্য বিভিন্ন ধরনের আয়োজন করা হচ্ছে, স্টেডিয়াম হচ্ছে প্রতিটি উপজেলায়।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, সচিব ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে শিশুদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর জীবনীর ওপর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।