বিজনেসটুডে২৪ ডেস্ক
পশ্চিমবঙ্গের আলীপুর দুয়ারের হাসিমারায় গণবিবাহের(mass wedding) অনুষ্ঠানে অংশ নিয়ে ধামসা মাদলের তালে পা মেলালেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিনের সফরে উত্তরবঙ্গ সফরে তিনি। মঙ্গলবার তিনি আলিপুরদুয়ারে কর্মীসভা করেন। বুধবার হাসিমারার সুভাষিণী চা বাগানে গণবিবাহের অনুষ্ঠানে হাজির হন মুখ্যমন্ত্রী। সেখানে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা মিলে প্রায় ৫০০ যুবক-যুবতী বিবাহবন্ধনে আবদ্ধ হন। এদিন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। একেবারে আদিবাসী ধাঁচেই পোশাক পরে আসেন। কথা বলেন পাত্র-পাত্রী এবং আদিবাসী সমাজের প্রতিনিধিদের সঙ্গে। কয়েকজনের হাতে উপহার তুলে দেন । তারপর মঞ্চে গিয়ে আদিবাসী মহিলাদের সঙ্গে পা মেলান। ধামসা, মাদলের তালে মুখ্যমন্ত্রী পা মেলানোয় মুগ্ধ হয়ে ওঠেন আদিবাসী সমাজের মানুষরা। প্রায় মিনিট চার-পাঁচেক আদিবাসী মহিলাদের সঙ্গে পা মেলান মুখ্যমন্ত্রী। একেবারে ঘরের মেয়ে হয়ে ওঠেন। মুখ্যমন্ত্রীকে এভাবে কাছে পেয়ে মুগ্ধ হয়েছেন আদিবাসী মহিলারা।