বিজনেসটুডে২৪ ডেস্ক
দিল্লি:কংগ্রেস সভাপতি নির্বাচিত হলেন মল্লিকার্জুন খাড়গে। বাতিল ৪১৬টি ভোট। খাড়গে পেয়েছেন ৭৮৯৭। শশী থারুর পেয়েছেন ১০৭২ ভোট। ১৩০ বছরের দীর্ঘ ইতিহাসে কংগ্রেসের ইতিহাসে এই প্রথম কংগ্রেস পরিবারের বাইরে অন্য প্রার্থী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছে। প্রথম থেকেই মল্লিকার্জুন খাড়গে সভাপতি নির্বাচনে এগিয়ে ছিলেন।
সেই প্রত্যাশামতোই খাড়গে জয়ী হলেন। এখনও পর্যন্ত ৪১ জন সভাপতি হয়েছেন। কংগ্রেস সভাপতি নির্বাচনে রাহুল গান্ধি জানিয়েছিলেন, এবার কংগ্রেস পরিবারের কেউ প্রতিদ্বন্দ্বিতা করবে না। সেই মতোই এবার নির্বাচন হয়। এর আগে ২০০০ সালে শেষবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কংগ্রেস সভাপতি পদের জন্য। সেবার জগজীবন রামকে হারিয়ে সভাপতি হয়েছিলেন সোনিয়া গান্ধি। এরপর থেকে পরবর্তী দুই দশকেরও বেশি সময় ধরে কংগ্রেস সভাপতি থেকেছেন কোনও এক গান্ধী।
এদিকে নিজের হার মেনে নিয়ে মল্লিকার্জুন খাড়গেকে নির্বাচনে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন শশী থারুর। ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং তার আগে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে লড়াই করতে হবে খাড়গের নেতৃত্বাধীন কংগ্রেসকে।