বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কলকাতা: রাজনীতির মোড়কে ধর্মীয় ভেদাভেদের আবহের বিপরীতে দেখা গেল সম্প্রীতির ঊজ্জ্বল ছবিও! সোমবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দেওগাঁওয়ে মসজিদ কমিটির আহ্বানে সাড়া দিয়ে রক্তদান করলেন অমুসলিমরাও! এদিন মধ্য দেওগাঁওয়ে ডাঙ্গাপাড়া মসজিদ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় ৬৯তম দরবারে একরামিয়া ও মকসুদিয়া ইছালে সওয়াব। ইসালে সওয়াবের অঙ্গ হিসেবে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। সেখানে মুসলিমদের সাথে রক্তদান করেন উকিল দেবনাথ, কমল রায়, মেঘলাল দাস, সুব্রত বর্মন, প্রকাশ রায়, বিষ্ণু রায়রা। আয়োজকরা জানান, এদিন ৫৬ ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে। তা ফালাকাটা ব্লাড ব্যাঙ্কে পাঠানো হয়েছে।
দেওগাঁওয়ে অবশ্য এই প্রথম নয়! ইসালে সওয়াব অনুষ্ঠানে মুসলিমদের ডাকে এর আগে বহুবার রক্তদান করেছেন অমুসলিমরা। আবার দুর্গাপুজোর চাঁদা সংগ্রহে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে মুসলিম যুবকদের। এদিন ইসালে সওয়াবের সূচনায় উপস্থিত ছিলেন দেওগাঁও গ্রামপঞ্চায়েতের প্রধান মাধবী বর্মন, উপপ্রধান রহিফুল আলম, ফালাকাটা পঞ্চায়েত সমিতির স্থানীয় সদস্যা ছায়া রায় ডাকুয়া প্রমুখ। বেলা ১১ টায় জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সন্ধ্যায় বস্ত্র বিতরণ সহ ধর্মীয় আলোচনাচক্র আয়োজিত হয়। দেওগাঁও নাগরিক মঞ্চের সম্পাদক আবিদ হোসেন বলেন, ‘সম্প্রীতিই ভারতবর্ষের ঐতিহ্য। দেওগাঁও বারবার তার সাক্ষী দিয়েছে।’