Home Third Lead মস্কোভা ডোবার পরে শুরু হল তৃতীয় বিশ্বযুদ্ধ: রুশ টিভি

মস্কোভা ডোবার পরে শুরু হল তৃতীয় বিশ্বযুদ্ধ: রুশ টিভি

বিজনেসটুডে২৪ ডেস্ক

‘যুদ্ধ এখন এমন তীব্র হয়ে উঠেছে যে, নিশ্চিতভাবেই বলা যায় তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছে’। শুক্রবার রাশিয়ার সরকারি টিভি চ্যানেলে এমনই মন্তব্য করেন সংবাদ পাঠক ওলগা স্কাবিয়াভা। বৃহস্পতিবার কৃষ্ণসাগরে একটি রুশ যুদ্ধজাহাজে আগুন লাগে। ফলে জাহাজটি ডুবে যায়। ইউক্রেনের দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রেই রাশিয়ার জাহাজ ধ্বংস হয়েছে।

রুশ টিভিতে বলা হয়েছে, ‘আমরা এখনও সরাসরি ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ করিনি। কিন্তু ন্যাটোর পরিকাঠামোর বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি।’ টিভি চ্যানেলে এক ভাষ্যকার মন্তব্য করেন, রাশিয়ার জাহাজে  হামলা করা মানে সরাসরি রাশিয়ার মাটিতেই আক্রমণ করা। ইউক্রেনের সংঘর্ষকে যুদ্ধ বলতে নারাজ তিনি। রাশিয়ার সরকারি বিবৃতি অনুযায়ী তিনি বলেন, ইউক্রেনে রাশিয়া ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে।

টুইটারে এক ব্যক্তি মন্তব্য করেছেন, ইউক্রেনের যুদ্ধে ইতিমধ্যে রাশিয়ার ৫০০ ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। ৮২ টি বিমান এবং একটি যুদ্ধজাহাজও ধ্বংস হয়েছে। অন্তত ১৮ হাজার রুশ সেনা মারা গিয়েছে। এরপরে যদি ন্যাটো সরাসরি যুদ্ধে নামে, তার পরিণাম রাশিয়ার পক্ষে ভাল হবে না। রাশিয়ার অপর একটি টিভি চ্যানেলে মন্তব্য করা হয়েছে, পশ্চিমী দেশগুলির কথামতো ইউক্রেন নিয়মিত প্ররোচনা দিয়ে চলেছে।