Home খেলাধুলা এবার ত্রিকেটার সামিকে নিয়ে মন্তব্য কংগ্রেস নেত্রী শামার

এবার ত্রিকেটার সামিকে নিয়ে মন্তব্য কংগ্রেস নেত্রী শামার

বিজনেসটুডে২৪ ডেস্ক: কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ এবার মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ সামির রোজা রাখা নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের সময়ে রোজা না রাখা নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন সামি। এ প্রসঙ্গে কী টিপ্পনি শামার?

অজ়িদের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময়ে এনার্জি ড্রিঙ্কে চুমুক দিতে দেখা যায় মহম্মদ সামিকে। যা ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ার একাংশ সমালোচনা শুরু করে। অনেকেরই আপত্তি সামির রোজা না রাখা নিয়ে।

অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহবুদ্দিন রাজ়ভি বারেইভেলি মহম্মদ সামিকে ‘ক্রিমিনাল’ বলে উল্লেখ করেন। রমজানের পবিত্র মাসে কেন মুসলিম হয়েও তিনি রোজা পালন করছেন না, তা নিয়ে আপত্তি তোলেন এই মৌলানা। তাঁর বক্তব্য, ‘রোজা রাখা বাধ্যতামূলক। কোনও সুস্থ মুসলিম যদি রোজা না রাখেন তবে তাঁদের ক্রিমিনাল তকমা দেওয়া উচিত।’

মহম্মদ সামির পাশে দাঁড়িয়েছেন শামা মহম্মদ। তাঁর দাবি, খেলার জন্য রোজা না রাখতে পারা কোনও অন্যায় নয়। তিনি সামির পাশে দাঁড়িয়ে সংবাদমাধ্যমে বলেন, ‘ইসলামে রমজান মাস অতি গুরুত্বপূর্ণ। তবে আমরা যখন সফর করি, রোজা রাখা বাধ্যতামূলক নয়। মহম্মদ সামিও বর্তমানে নিজের বাড়িতে নেই। উনি এমন একটি খেলার সঙ্গে যুক্ত, যেখানে ঘাম ঝরাতে হয় এবং তেষ্টা পাওয়া স্বাভাবিক। কেউ বলেনি খেলার সময়েও রোজা রাখতে হবে। নিজের কৃতকর্মই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।’ আরও ব্যাখ্যা দিয়ে শামা বলেন, ‘ইসলাম একটি বৈজ্ঞানিক ধর্ম।’

কংগ্রেস নেত্রীর সঙ্গে একমত অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মৌলানা খালিদ রশিদ ফিরঙ্গি মহালি। তিনি বলেন, ‘ইসলামে উপোস করা বাধ্যতামূলক। তবে কোরানে স্পষ্ট উল্লেখ করা রয়েছে, যদি কোনও ব্যক্তি সফর করেন সে ক্ষেত্রে তিনি রোজা না-ও রাখতে পারেন। মহম্মদ সামি একটি আন্তর্জাতিক সফরে রয়েছেন। ওঁর রোজা না রাখার কারণ রয়েছে। তাঁর দিকে আঙুল তোলার অধিকার কারও নেই।’

দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠা ভারতীয় দলের অন্যতম সদস্য মহম্মদ সামি। রবিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে নিজের সেরা উজাড় করে দেওয়ার প্রস্তুতিতে ব্যস্ত তিনি।