Home আকাশপথ মাঝ আকাশে তরুণীর হুমকি: কলকাতায় এয়ার এশিয়া উড়ানের জরুরি অবতরণ

মাঝ আকাশে তরুণীর হুমকি: কলকাতায় এয়ার এশিয়া উড়ানের জরুরি অবতরণ

কলকাতা: বিস্ফোরণে উড়িয়ে দেয়ার হুমকিতে কলকাতায় জরুরি অবতরণ করলো এয়ার এশিয়ার বিমান আই ৫৩১৪।

এটা কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছিল শনিবার রাত ৯ টা ৫৭ মিনিট নাগাদ। , কিছুক্ষণ পরেই মোহিনী মণ্ডল নামের এক তরুণী একটি চিরকুট পাইলটকে দিতে বলেন। সেই চিরকুটে লেখা ছিল, তাঁর গোটা শরীরে বোমা বাঁধা আছে। যেকোনও মুহূর্তে সেই বোমা তিনি ফাটিয়ে দেবেন।

 চিরকুট পাওয়ার পরেই পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করেন। রাত ১১টা নাগাদ বিমানকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। খবর দেওয়া হয় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে। বিমানবন্দরের একটি রানওয়েতে বিমানকে নিয়ে যাওয়া হয়। বের করে আনা হয় যাত্রীদের।

২৫ বছরের ওই মহিলা মোহিনী মণ্ডলকে তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পুরো বিমান তল্লাশি করে দেখা হয়েছে। অবশেষে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি কেন বোমা বিস্ফোরণের ভয় দেখালেন সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বিজনেসটুডে২৪ ডেস্ক