Home পরিবেশ মাঝেরচর বনে বিরল কালীম পাখি অবমুক্ত

মাঝেরচর বনে বিরল কালীম পাখি অবমুক্ত

কালীম পাখি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

গলাচিপা (পটুয়াখালী): বুধবার বনবিভাগ এখানকার মাঝের চর সংরক্ষিত বনে বিরল প্রজাতির দুইটি কালীম পাখি অবমুক্ত করেছে। পাখি দু’টি উদ্ধার করে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী।

মঙ্গলবার বিকেলে গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে পাখি উদ্ধারকরা হয় পাখি দু’টি। অবমুক্ত করার সময় সেখানে উপস্থিত উপজেলা সহকারী কমিশনার ভূমি মু. নজরুল ইসলাম বলেন, কালীম পাখি খুব একটা দেখা যায় না। অনেকটাই বিলুপ্তির পথে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ পাখি সংরক্ষণ খুবই জরুরি হয়ে পড়েছে। পাখি শিকারিদের উৎপাত, আবাসস্থল সংকটের কারণে এর বংশ বিস্তার বহুলাংশে কমে গেছে।

বনবিভাগের গলাচিপা উপজেলা রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, গলাচিপা পৌরসভা থেকে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী নামে একটি বেসরকারি সংগঠনের সদস্যরা কালীম পাখি দু’টি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করে। পরে উপজেলা সহকারী কমিশনার নজরুল ইসলামের ইপস্থিতিতে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।