Home অন্যান্য মাটির তলায় ৪৫০০ বছরের প্রাচীন সূর্যমন্দির

মাটির তলায় ৪৫০০ বছরের প্রাচীন সূর্যমন্দির

সূর্যমন্দির

বিজনেসটুডে২৪ ডেস্ক

প্রত্নতাত্ত্বিক খোঁড়াখুঁড়ির কাজ করতে গিয়ে মিশরে মিলল সাড়ে চার হাজার বছরের পুরোনো এক সূর্যমন্দির। এটি মিশরের প্রাচীন শাসক ফারাওদের নির্মিত ছয়টি সূর্যমন্দিরের একটি বলে দাবি করছেন প্রত্নতত্ত্ববিদরা। গত কয়েক দশকের মধ্যে এটিই মিশরের সব চেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এই সূর্যমন্দিরগুলির মধ্যে এখনও পর্যন্ত দু’টির সন্ধান পাওয়া গিয়েছে। ১৮৯৮ সালে একটি সূর্যমন্দির আবিষ্কৃত হয়েছিল।

মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে আবু ঘুরাবের পুরাকীর্তিসমৃদ্ধ একটি এলাকায় এই সূর্যমন্দিরটির হদিস পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। এই মন্দিরের ভেতরে রয়েছে বিশাল লম্বা একটি স্তম্ভ। রয়েছে বিশাল খালি জায়গা। সেখানেই সূর্যের আরাধনা করা হত বলে অনুমান করা হচ্ছে।

মেডিটেরানিয়ান অ্যান্ড ওরিয়েন্টাল কালচারের হয়ে এই পুরাতাত্ত্বিক গবেষণাটি করা হয়েছে। তার তরফে ডিরেক্টর মাসিমিলিয়ানো নুজলো জানান, উনিশ শতকে এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল। তবে গত ৫০ বছরের মধ্যে এ সংক্রান্ত এত গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়নি।